Advertisement
Advertisement

Breaking News

Essential medicines

দাম কমছে বহু অত্যাবশকীয় ওষুধের, নয়া তালিকা প্রকাশ কেন্দ্রের

তালিকায় রয়েছে ক্যানসার, ডায়াবেটিসের মতো বহু অসুখের গুরুত্বপূর্ণ ওষুধ।

Essential medicines to get cheaper in India after the release of NLEM। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 13, 2022 3:53 pm
  • Updated:September 13, 2022 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অত্যাবশকীয় ওষুধের নয়া তালিকা প্রকাশ করল কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) টুইটারে একটি পোস্ট করে জানিয়েছেন, ২৭টি বিভাগে মোট ৩৮৪টি ওষুধকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ৩৪টি ওষুধ। বাদ পড়েছে ২৬টি। মনে করা হচ্ছে, এই নতুন তালিকার ফলে বেশ কিছু অত্যাবশকীয় ওষুধ সস্তা হবে। যার মধ্যে অন্যতম ইনসুলিন গ্লারগিনের মতো ডায়াবেটিসের ওষুধ কিংবা ডেলাম্যানিডের মতো টিবির ওষুধ।

স্বাস্থ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘২০২২ সালের অত্যাবশকীয় ওষুধের তালিকা প্রকাশিত হল। এর মধ্যে ২৭টি বিভাগের ৩৮৪টি ওষুধ রয়েছে। এর ফলে বেশ কিছু অ্যান্টিবায়োটিক, টিকা, ক্যানসারের ওষুধ এবং আরও নানা গুরুত্বপূর্ণ ওষুধ আরও সাশ্রয়ী হবে। যা রোগীদের খরচ কমাবে।’ প্রসঙ্গত, এর আগে তিনি জানিয়েছিলেন, ”ভারত অগ্রগতি এবং সমৃদ্ধির নতুন উচ্চতায় তখনই পৌঁছতে পারবে যখন দেশের মানুষ সুস্থ থাকবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘আমার শরীর স্পর্শ করবেন না’, নবান্ন অভিযানে মহিলা পুলিশ দেখে নিজেই গাড়িতে উঠলেন শুভেন্দু]

কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায়? জানা যাচ্ছে, হৃদরোগের ওষুধ, সংক্রমণ প্রতিরোধী ওষুধ, হরমোন, কান, নাক, গলা ও গ্যাসট্রোইনটেস্টিনালের সমস্যায় ব্যবহৃত ওষুধ রয়েছে তালিকায়। যার মধ্যে অন্যতম প্যারাসিটামল, স্ট্রেপ্টোমাইসিন, লোরাজেপামের মতো ওষুধ। তালিকা থেকে বাদ পড়ল কোন কোন ওষুধ? তার মধ্যে অন্যতম র‌্যান্টিডাইন, রিফাবুটিন ইত্যাদি। তালিকা থেকে বাদ পড়েছে ব্লিচিং পাউডারও। 

উল্লেখ্য, ন্যাশনাল ফার্মাসিউটিকল প্রাইসিং অথোরিটি তথা NPPA-র এই তালিকায় যে ওষুধগুলি থাকে সেগুলির সর্বোচ্চ যা দাম বেঁধে দেওয়া হয় তার মধ্যেই বিক্রি করতে হয়। তালিকার বাইরে থাকা ওষুধগুলির দাম বার্ষিক সর্বোচ্চ ১০ শতাংশ হারে বাড়াতে পারে সংস্থাগুলি। কিন্তু তালিকাভুক্ত ওষুধগুলির ক্ষেত্রে একমাত্র পাইকারি বাজারের মূল্যবৃদ্ধির কারণেই দাম বাড়ানো সম্ভব।

[আরও পড়ুন: পুজোয় সরকারি অনুদানে বাধা নেই, রায় জানাল হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement