সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যাওয়া রোগীদের জন্য চালু হল বিশেষ ট্রেন। শনিবারই যাত্রা শুরু করল হাওড়া থেকে এর্নাকুলামগামী অন্ত্যোদয় এক্সপ্রেস। এর্নাকুলাম পৌঁছতে সময় লাগবে ৩৭ ঘণ্টা৷ ১৬ বগির অসংরক্ষিত কামরা থাকছে ট্রেনটিতে৷ গত ২৭ ফেব্রুয়ারি এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ এরপরই শনিবার হাওড়া থেকে বিকেল ৫টায় রওনা দিল যাত্রীবোঝাই হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস।
যাত্রীদের স্বচ্ছন্দ্যর কথা মাথায় রেখে ট্রেনের প্রতিটি সিটেই রয়েছে গদি। বাক্স-পত্তর রাখার বিশেষ সুবিধাও রয়েছে। ট্রেনের সামনে-পিছনে জেনারেটর থাকায় আলোর কোনও অভাব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সঙ্গে জোরালো হাওয়া৷ কামরাতে মিলবে অ্যাকোয়া গার্ডের জল৷ থাকছে বায়ো টয়লেট৷ সিটের পাশে মোবাইলে চার্জের ব্যবস্থা। বেসিন-সহ পুরো সরঞ্জামই স্টিলের তৈরি।
ট্রেনটি কাটপাডি হয়ে যাওয়ায় দক্ষিণে চিকিৎসার জন্য যাঁরা যাবেন তাঁদের বিশেষ সুবিধা হবে৷ হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস প্রতি শনিবার হাওড়া থেকে ছাড়বে৷ মঙ্গলবার রাত ১২.২৫ মিনিটে এর্নাকুলাম থেকে ট্রেনটি ছাড়বে৷ সাধারণ ট্রেনের অসংরক্ষিত কামরার যা ভাড়া তার থেকে বাড়তি ১৫ শতাংশ বেশি ভাড়া লাগবে৷
১০ বছরের মধ্যেই দেশে ছুটবে হাইস্পিড ট্রেন
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.