Advertisement
Advertisement
Equal pay for equal work

সম কাজে সম পারিশ্রমিক মৌলিক অধিকার নয়, জানাল সুপ্রিম কোর্ট

দিল্লি হাই কোর্টের এক রায়কে বাতিল করতে গিয়ে এমন মন্তব্য শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের।

Equal pay for equal work not a fundamental right vested in any employee: Supreme Court | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 31, 2022 2:46 pm
  • Updated:January 31, 2022 2:46 pm

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: সম কাজে সম পারিশ্রমিক মৌলিক অধিকার নয়। দিল্লি হাই কোর্টের (Delhi High Court) এক রায়কে বাতিল করে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। যদিও পর্যবেক্ষণে বলা হয়েছে, সরকারের উচিত সম কাজে সমান পারিশ্রমিক নিশ্চিত করার ব্যবস্থা করা।

সম্প্রতি মধ্যপ্রদেশের বনবিভাগের উচ্চপদ থেকে অবসর নেন আর ডি শর্মা। হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেডের হিসাবে তিনি ৩৭ হাজার ৫০০ টাকা পেনশন পেতে শুরু করেন। যদিও তাঁর দাবি, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (পে) সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রুলস, ২০০৮ অনুযায়ী তাঁর ৪০ হাজার টাকা পেনশন পাওয়া উচিত। এই মর্মে তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট)-এর দ্বারস্থ হন।

Advertisement
Office salary
ছবি: প্রতীকী

[আরও পড়ুন: কালো তালিকাভুক্ত হয়েও ৪ বছর ধরে চলছে ধর্মতলার দুর্ঘটনাগ্রস্ত বাস! তদন্তে চাঞ্চল্যকর তথ্য ]

আর ডি শর্মার এই আরজি ক্যাট খারিজ করে দেয়। তারপরই তিনি দিল্লি হাই কোর্টে মামলা করেন। সেখানে ২০০৮ সালের আইন মোতাবেক সম পদের অন্য আধিকারিকদের মতো তিনিও ৪০ হাজার টাকা পেনশন পাওয়ার যোগ্য, এই রায় দেয় দিল্লি হাই কোর্ট।
এরপর মধ্যপ্রদেশ সরকার (Government of Madhya Pradesh) সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ২০১৭ সালের এক মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে সম কাজে সম পারিশ্রমিক সংক্রান্ত পর্যবেক্ষণকে উল্লেখ করা হয়।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের পক্ষ থেকে মামলার রায় দিতে গিয়ে জানানো হয়, কাজের ক্ষেত্র, বেতন ইত্যাদি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পে কমিশনের মতো স্বতন্ত্র সংস্থাকে দেওয়া আছে। তাই বেতন, পেনশন বা পারিশ্রমিকের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সরকারের কাজ। এই ধরনের সংস্থাগুলির প্রস্তাব-পরামর্শ মেনে তা করা উচিত। একই কাজে একই পারিশ্রমিক পাওয়া কোনও মৌলিক অধিকার নয়। তবে সরকারের উচিত তা নিশ্চিত করার ব্যবস্থা করা।

[আরও পড়ুন: বাজেট অধিবেশনের ভাষণে দুর্গাপুজোর উল্লেখ রাষ্ট্রপতির, ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে প্রশংসা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement