Advertisement
Advertisement

এবার বাড়ি কিনতে পিএফ ফান্ড থেকে তুলতে পারবেন ৯০% টাকা

মেটানো যাবে গৃহঋণও...

EPFO to allow 90% withdrawal from account for purchasing home
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2017 2:25 pm
  • Updated:May 23, 2023 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইপিএফ স্কিমে বড়সড় রদবদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ ৪ কোটিরও বেশি ইপিএফও সদস্য ভবিষ্যতে ইপিএফ ফান্ড থেকে ৯০ শতাংশ পর্যন্ত টাকা তুলে বাড়ি কেনার জন্য খরচ করতে পারবেন৷ বুধবার খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷

[রেলপথেও চিনকে টেক্কা, এবার ইরান-তুরস্কে পণ্যবাহী ট্রেন পাঠাবে ভারত]

পাশাপাশি, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) সদস্যরা তাঁদের ইপিএফও অ্যাকাউন্ট থেকে গৃহঋণের মাসিক কিস্তি মেটাতে পারবেন৷ তবে নয়া স্কিম মোতাবেক, ইপিএফ অ্যাকাউন্টধারীদের অন্তত ১০ সদস্য বিশিষ্ট কো-অপারেটিভ সোসাইটি গড়তে হবে৷

Advertisement

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় এদিন রাজ্যসভায় ইপিএফও সদস্যদের হাউসিং স্কিম সংক্রান্ত এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, “১৯৫২-র এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিমে কিছু রদবদল আনছে কেন্দ্র৷ ৬৮ বিডি বলে একটি নতুন প্যারাগ্রাফ যোগ করা হবে৷” তিনি জানিয়েছেন, কোনও হাউসিং সোসাইটি বা কো-অপারেটিভ সোসাইটির সদস্যদের মতোই ১০ জন ইপিএফ সদস্য একত্রিত হয়ে কো-অপারেটিভ খুললে বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য ৯০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন৷ দেওয়া যাবে বাড়ির ইএমআইও৷

[মাল্টিপ্লেক্সে টিকিটের দাম ২০০ টাকার বেশি রাখা যাবে না]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement