Advertisement
Advertisement
EPF Nomination

বাড়ল EPF-এ নমিনি যোগ করার সময়সীমা, কতদিনের মধ্যে করতে হবে ই-নমিনেশন?

৪০ শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে কোনও নমিনেশন নেই।

EPFO extends the last date for the e-nomination facility। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 30, 2021 3:54 pm
  • Updated:December 30, 2021 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর বাকি ছিল মাত্র ১ দিন। ৩১ ডিসেম্বরের মধ্যেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে নমিনি যোগ করার শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। কিন্তু ইপিএফও-র (EPFO) তরফে টুইট করে বলা হয়েছে, ৩১ ডিসেম্বরের পরেও নমিনেশন (e-nomination) জমা করা যাবে।

সেক্ষেত্রে পরবর্তী ডেডলাইন কবে হচ্ছে? সে সম্পর্কে অবশ্য নির্দিষ্ট করে কিছু জানায়নি সংস্থা। টুইটে জানানো হয়েছে, ”আপনি আপনার নমিনেশন ফাইল করতে পারবেন ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পরও। তবে আজই সেটি ই-নমিনেশন করে দিন।”

Advertisement

[আরও পড়ুন: ওমিক্রন রুখতে আদৌ সক্ষম করোনার টিকা? কী বলছেন WHO-র প্রধান বিজ্ঞানী?]

ইপিএফও ই-নমিনেশনে বরাবরই জোর দিয়ে এসেছে। তারা জানিয়েছে, এর ফলে পিএফ, পেনশন ও বিমার ক্ষেত্রে সদস্যের মৃত্যুর পরে সহজেই অনলাইনে ক্লেম করতে পারবেন তাঁর পরিবারের সদস্যরা। উল্লেখ্য, কয়েক দিন ধরেই বহু গ্রাহক অভিযোগ করছিলেন, ইপিএফও-র পোর্টাল প্রায়শই ডাউন থাকছে। ফলে নিজেদের পিপিএফ নমিনি ডিটেইলস আপলোড করতে চেয়েও করতে পারছেন না।

আসলে পোর্টালে অতিরিক্ত চাপ পড়ার কারণেই এই সমস্যা দেখা দিচ্ছিল বলে ওয়াকিবহাল মহল সূত্রে জানা যাচ্ছিল। আর সেই কারণেই ৩১ ডিসেম্বর যত এগিয়ে আসছিল ততই বাড়ছিল উত্তেজনা। অবশেষে স্বস্তি। ইপিএফও জানিয়ে দিল নতুন বছরেও ই-নমিনেশন করা যাবে।

[আরও পড়ুন: ওমিক্রন আতঙ্ককে উপেক্ষা করে নির্ধারিত সময়েই ভোট উত্তরপ্রদেশে, জানাল নির্বাচন কমিশন]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি, ইপিএফও চাইছে ফেব্রুয়ারির মধ্যেই ১০০ শতাংশ ই-নমিনেশন করে ফেলতে। চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া অন্য কোনও কারণে ইপিএফ ডিপোজিটের টাকা তুলতে গেলে এই নমিনেশন অত্যন্ত জরুরি। কিন্তু এখনও পর্যন্ত অন্তত ৪০ শতাংশ অ্যাকটিভ ইপিএফ অ্যাকাউন্টে কোনও নমিনেশন নেই। আর সেই কারণেই দ্রুত বাকিদের সকলের ক্ষেত্রেও এই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে চাইছে ইপিএফও। 

এদিকে ব্যাংকে কেওয়াইসি জমা দেওয়ার তারিখও বাড়ানো হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে একটি ঘোষণায় জানানো হয়েছে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে সময়সীমা। ওই সময় পর্যন্ত কেওয়াইসি জমা না দিলেও অ্যাকাউন্টে কোনও নিষেধাজ্ঞা জারি করা হবে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement