সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-র সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ১০ হাজার। সোমবার এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের দাবি, দেশজুড়ে বেসরকারি শিল্প সংস্থাগুলিতে বেড়েছে কর্মসংস্থান। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক সংখ্যাও।
শ্রম মন্ত্রকের প্রকাশ করা তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় বেসরকারি সংস্থার কর্মীদের ‘নেট’ বেতনে ৩.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার পক্ষের দাবি, ইপিএফও নিয়ে সচেতনতা প্রচার কাজে এসেছে। দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের সুবিধা সম্পর্কে সচেতনতা আগের তুলনায় বেড়েছে। সেই কারণেই ২০২৫-এর ফেব্রুয়ারি মাসে যুক্ত হওয়া মোট ইপিএফও গ্রাহকের সংখ্যা ৭.৩৯ লক্ষ। এর মধ্যে ১৮-২৫ বছর বয়সি গ্রাহক ৪.২৭ লক্ষ।
কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রায় ১৩.১৮ লক্ষ এমন সদস্য ইপিএফও-তে যোগ দিয়েছেন, যাঁরা অতীতে এর থেকে বেরিয়ে গিয়েছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রায় ২.০৮ লক্ষ নতুন মহিলা গ্রাহক ইপিএফও-তে যোগ দিয়েছেন। যা আগের বছরের একই মাসের তুলনায় ১.২৬ শতাংশ বেশি। উল্লেখ্য, এর আগে নভেম্বর মাসে এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-র সদস্য সংখ্যা ১৫ লক্ষ হয়েছে বলে জানিয়েছিল কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.