অন্ধ্রপ্রদেশের মন্দিরে মোদি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সোমবারই রামমন্দিরের উদ্বোধন। লোকসভা নির্বাচনে এই বিষয়টিকে যে বিজেপি কাজে লাগাবে, সেই দাবি আগে করেছে বিরোধীরা। এহেন পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশে মোদি। মন্দির উদ্বোধনের হাওয়া গোটা দেশেই ছড়িয়ে দিতে বললেন, ”আজকাল গোটা দেশ রামময়।”
ঠিক কী বলেছেন তিনি? প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ”রামলালার প্রাণপ্রতিষ্ঠার ১১ দিন আগে থেকে শুরু হয়েছে আমার ব্রতপালন। আজকাল গোটা দেশ রামময়। প্রভু রামের জীবনের বিস্তার ওঁর প্রেরণা ও আস্থাভক্তির সীমানার চেয়েও অনেক বেশি। প্রভু রাম (Lord Ram) সমাজে সুশাসনের প্রতীক।”
মঙ্গলবার অন্ধ্রের লেপাক্ষীতে বীরভদ্র মন্দিরে এসেছিলেন মোদি (PM Modi)। সেখানে তিনি প্রার্থনা করেন। পরে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী জানান, দেশের মানুষের সুখ, স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন তিনি। পাশাপাশি তেলুগু ভাষায় লেখা রঙ্গনাথ রামায়ণ পাঠও মন্দিরে বসে শোনেন তিনি। রামমন্দির উদ্বোধনের আগে দেশজুড়ে কার্যতই বাড়ছে উদ্দীপনা। আর সেই সময়ই দক্ষিণের মন্দিরে মোদির উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এরই পাশাপাশি এদিন জিএসটি নিয়েও বক্তব্য রাখেন তিনি। বলেন, ”আমরা জিএসটির মাধ্যমে দেশকে নতুন আধুনিকতা দিয়েছি। ৭ লক্ষ পর্যন্ত করছাড় দিয়েছি। সেই সঙ্গে আড়াই লক্ষ কোটি টাকার করসাশ্রয় হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.