সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদে আবাসনের ভিতরে পশুহত্যা করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া আবাসনের ভিতরে কোনওরকম পশুহত্যা করা যাবে না। জানিয়ে দিল বম্বে হাই কোর্ট। বকরিদের (Bakra Eid) দিন কোনওরকম বেআইনি পশুহত্যা যাতে না হয়, বৃহন্মুম্বই পুরসভাকে সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত।
আসলে বম্বে হাই কোর্টে (Bombay High Court) মামলাটি করেছিলেন সেন্ট্রাল মুম্বইয়ের নাথানি হাইটস নামের অভিজাত আবাসনের বাসিন্দারা। ওই আবাসনের দুই বাসিন্দার দাবি ছিল খোলা জায়গায় কুরবানি বা পশুহত্যা পুরোপুরি বন্ধ করতে হবে। কারও ধর্মীয় ভাবাবেগে যাতে আঘাত না লাগে, সেটা নিশ্চিত করা হোক। কিন্তু শিব সেনা শাসিত বৃহন্মুম্বই পুরসভা জানিয়ে দেয়, ইদে (Eid) পশুহত্যা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়াটা সম্ভব নয়।
বুধবার আদালতের নিয়মিত কাজের সময় পেরিয়ে যাওয়ার পর সন্ধে সাতটা থেকে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি শুরু হয়। বম্বে হাই কোর্টের বিশেষ বেঞ্চ সেই শুনানিতেই জানায়, যদি ওই আবাসনে লাইসেন্স ছাড়া কেউ পশুহত্যার পরিকল্পনা করে থাকে, তাহলে সেটা বন্ধ হওয়া উচিত। ওই এলাকায় যে কোনও ধরনের বেআইনি পশুহত্যা বন্ধ করতে হবে বৃহন্মুম্বই পুরসভার আধিকারিক এবং পুলিশকে। আদালতের পর্যবেক্ষণ, লাইসেন্স ছাড়া খোলা জায়গায় পশুহত্যার অনুমতি দেওয়া যায় না। যা ইদের দিনে বেশ তাৎপর্যপূর্ণ।
সূত্রের খবর, নাথানি হাইটস (Nathani Heights) নামের ওই আবাসনে অন্তত গোটা পঞ্চাশেক পশু ‘কুরবানি’ দেওয়ার পরিকল্পনা ছিল ওই আবাসনেরই বাসিন্দাদের একাংশ। কিন্তু হাই কোর্টের নির্দেশের ফলে সেই কুরবানি বন্ধ করে দিতে হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.