সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি নোট বাতিল হলেও দুশ্চিন্তার কোনও কারণ নেই৷ দেশবাসীকে নিশ্চিন্ত করে জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল৷ বললেন, দেশজুড়ে জাল নোটের কারবার বন্ধ করার জন্যই কেন্দ্রের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷
মঙ্গলবার সন্ধ্যায় দূরদর্শনে জাতির উদ্দেশে ভাষণে মঙ্গলবার মধ্যরাত থেকেই পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল হওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সাংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ সে বিষয়ে সাংবাদিক বৈঠকে উর্জিত প্যাটেল বলেছেন, সাধারণ মানুষকে কয়েকদিন কিছুটা সমস্যায় পড়তে হলেও সামগ্রিকভাবে এতে দেশের মঙ্গলই হবে৷
সার্বিকভাবে আরও দৃঢ় অর্থনীতির দিকে এগিয়ে যাবে দেশ৷ আরবিআই গভর্নর জানান, “পর্যাপ্ত নোট রয়েছে৷ সাধারণ মানুষকে সমস্ত সুবিধা দিতে ব্যাঙ্কগুলিও সবরকমে সাহায্য করবে৷ প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে৷” উর্জিত প্যাটেল জানিয়েছেন, “এই ধরনের বড় অঙ্কের নোটই সাধারণত জাল করা হয়ে থাকে৷ এবং গত কয়েক বছরে জাল কারবারিদের রমরমাও বেড়েছে৷ প্রচুর জাল টাকা ছড়িয়ে পড়েছে৷ তাতে রাশ টানার পাশাপাশি সন্ত্রাসে মদত জোগাতে যে অর্থের জোগান দেওয়া হয় তা বন্ধ করাও কেন্দ্রের অন্যতম প্রধান উদ্দেশ্য৷” কালো টাকার প্রবাহ বন্ধ করাও যে তাঁদের উদ্দেশ্য তাও জানিয়েছেন প্যাটেল৷
গত পাঁচ বছরের একটি পরিসংখ্যান পেশ করেন অর্থমন্ত্রকের আর্থিক নীতি বিষয়ক সচিব শক্তিকান্ত দাস জানান, গত পাঁচ বছরে হাজার টাকার নোটের ব্যবহার প্রায় ১০৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে৷ পাঁচশো টাকার নোটের ব্যবহার ৭৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে৷ সেই কারণেই কালো টাকা তৈরি ও প্রবাহও বেড়েছে৷ বেড়েছে জাল নোটের কালো কারবার৷ এক সঙ্গে সবক’টি বিষয়ে রাশ টানতেই কেন্দ্র এই উদ্যোগ নিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.