Advertisement
Advertisement
Madhya Pradesh

মধ্যপ্রদেশে ৬ হাজার ‘পাটোয়ারি’ পদে আবেদন ১২ লক্ষের, প্রার্থীরা কেউ ডক্টরেট, কেউ ইঞ্জিনিয়ার

১ লক্ষ এমবিএ প্রার্থী আবেদন করেছেন।

Engineers and MBAs Among 12 Lakh Candidates For 6,000 Land Official Jobs In Madhya Pradesh | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 22, 2023 8:29 pm
  • Updated:February 22, 2023 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভূমি রাজস্ব দ্প্তর কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেয়। সাকুল্যে শূন্য পদ সংখ্যা ৬ হাজার। ১২ লক্ষ প্রার্থী আবেদন করেছেন ওই পদের জন্য। ওই পদের জন্য স্নাতক কর্মী চাইলেও দেখা যাচ্ছে আবেদনকারী অনেকেই ইঞ্জিনিয়ার। এমনকী ডক্টরেট প্রার্থীও ‘পাটওয়ারি’ (Patwari) পদে চাকরির জন্য আবেদন করেছেন। বিজেপি শাসিত রাজ্যের বিরোধীদের বক্তব্য, এই ঘটনা মধ্যপ্রদেশের বেকার সমস্যাকে তুলে ধরেছে। মুখ পুড়েছে গেরুয়া সরকারের।

আগামী ১৫ মার্চ ভূমি রাজস্ব দ্প্তরের কর্মী নিয়োগের পরীক্ষা। তার আগে আবেদনপত্র ঝাড়াইবাছাই করতে গিয়ে মাথায় হাত পড়েছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের। কারণ ৬ হাজার পদের জন্য ১২ লক্ষ ৭৯ হাজার জন্য প্রার্থী আবদেন করেছেন। এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক। যদিও ১ লক্ষ ৮ হাজার স্নাতকত্তোর, ১ লক্ষ এমবিএ, ৮৫ হাজার ইঞ্জিনিয়ার এবং ১ হাজার ডক্টরেট প্রার্থী স্থানীয় ভাষায় ‘পাটোয়ার’ পদে আবেদন করেছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘কংগ্রেসের ভিমরতি হয়েছে’, মেঘালয়ে রাহুল তোপ দাগতেই ফুঁসে উঠলেন অভিষেক]

স্বভাবতই বিষয়টি প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যের বেকার সমস্যা নিয়ে তোপ দাগছে বিরোধীরা। যদিও কেন্দ্রের মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশে বেকারত্বের হার সবচেয়ে কম, ১.৯ শতাংশ। মুখ্যমন্ত্রী শিববাজ সিং চৌহানের দাবি, শিক্ষক, পাটোয়ারি, পুলিশ-সহ বিভিন্ন শূন্যপদ পূরণ করা হচ্ছে। নানাভাবে বেকারদের সাহায্য করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘বিজেপিকে সাহায্য করতেই মেঘালয়ে তৃণমূল’, দুর্নীতি প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ রাহুলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement