সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে আসার কথা ছিল অষ্ট্রেলিয়ান টেডি বিয়ার৷ এল কোনও বিলুপ্তপ্রায় প্রাণীর দেহাংশ৷ অনলাইনে টেডি বিয়ার অর্ডার দিয়ে এ জিনিস পেলে চমকানোর কিছু নেই৷ কেননা বিভিন্ন শপিং সাইটে গোপনে দেদার বিকোচ্ছে বিভিন্ন প্রাণী ও প্রাণীর দেহাংশ৷
সাধারণ জিনিসের কেনাবেচা চলছে যে শপিং ওয়েবসাইটে, সেখানেই বেশ সন্তপর্ণে চলছে এই বেআইনি কেনাবেচা৷ অবশ্য সরাসরি নয়, বিক্রি হচ্ছে কোড নামে৷ সেরকমই এক কোড নাম ‘অষ্ট্রেলিয়ান টেডি বিয়ার’৷ ভুল করে শখের বিদেশি টেডি বিয়ার কিনতে গিয়ে অনেকেরই চক্ষু চড়কগাছ হয়েছে৷ কেননা এসেছে এমন কোনও প্রাণীর দেহাংশ যে প্রাণী সারা দুনিয়ায় বিলুপ্তপ্রায়৷ চোরাচালানের কারণেই যে প্রাণীগুলিকে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে, নজর এড়িয়ে তারই চোরাচালান চলছে ইন্টারনেট দুনিয়ায়৷ আগেকার দিনে বিভিন্ন প্রাণীর দেহাংশের নমুনা রাখতেন শিকারীরা কিংবা ধনাঢ্য ব্যক্তিরা৷ অনেকটা সেই কায়দাতেই এইসব জিনিস সংগ্রহ করছেন অনেকে৷
নেটদুনিয়ায় এই চোরাচালান রুখতে সচেষ্ট হয়েছে ‘দ্য ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ক্রাইম ব্যুরো’৷ মোট ১০৬টি ওয়েবসাইটকে চিহ্নিত করা হয়েছে, যারা এরকম বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত৷ ওয়েবসাইটগুলির শীর্ষকর্তাগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ তবে এই ধরনের অনেক ওয়েবসাইটের অফিস এদেশেই নয়৷ এছাড়া বিক্রেতারা যে এরকম জিনিস গোপনে বিক্রি করছেন তা অনেক সংস্থার গোচরেও নেই৷ কেননা এই কেনাবেচা চলছে থার্ড পার্টির মাধ্যমে৷ ফলত আধিকারিকদের পক্ষে তা জানা সম্ভব হয় না৷ তবে অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে তারা৷ সংস্থার কর্তারাও এ ব্যাপারে উদ্বিগ্ন৷ বেআইনি এই বিক্রি বন্ধ করতে উদ্যোগী হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলিও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.