সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারায়৷ স্থানীয় একটি ভবনের দখল নিয়েছে দুই জঙ্গি৷ জঙ্গিদের হঠাতে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা৷ জঙ্গিদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ও বেশ কয়েকদিনের রসদ রয়েছে বলে অনুমান৷ তবে জঙ্গিরা কাউকে পণবন্দী করতে পারেনি বলেই খবর ভারতীয় সেনা সূত্রে৷
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, এদিন ভোরে ল্যাঙ্গেটে একটি বিল্ডিংয়ের ভিতর দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় সেনাবাহিনী৷ খবর পেয়েই গোটা গ্রাম ঘিরে ফেলেন জওয়ানরা৷ খালি করে দেওয়া হয় গ্রাম, বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র৷ জঙ্গিদের লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ করা হচ্ছে৷ পাল্টা গুলি ছুঁড়ছে জঙ্গিরাও৷ গুলির লড়াই এখনও চলছে৷ উত্তর কাশ্মীরে বড় ধরনের নাশকতার ছক রয়েছে জঙ্গিদের, অনুমান সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের৷
J&K:Encounter underway in Langate area of Handwara between Security forces and terrorists (visuals deferred by unspecified time) pic.twitter.com/MEa9BWfmgI
— ANI (@ANI_news) November 28, 2016
পাশাপাশি, সেনা অভিযানে মৃত্যু হতে পারে ধরে নিয়েই জঙ্গিরা ওই বিল্ডিংয়ে ঢুকেছে, এমনটাও মনে করছেন তাঁরা৷ জঙ্গিদের গায়ে বিস্ফোরক বাঁধা জ্যাকেট থাকতে পারে৷ বিল্ডিংয়ের ভিতর এখনও প্রবেশ করতে পারেননি জওয়ানরা৷ তবে ওই বিল্ডিংয়ে কোনও সাধারণ মানুষ নেই৷ বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে অনুমান৷ যত দ্রুত সম্ভব জঙ্গিদের নিকেশ করতে চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে গুলিবর্ষণ করছেন জওয়ানরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.