ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের নিশানায় জি-২০ সম্মেলন! গতকালের জেহাদি হামলার রেশ না কাটতেই আজ শনিবার আবারও সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ। এদিন বারামুলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এক লস্কর জঙ্গি।
আসন্ন জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কার্যকলাপের উপর কড়া নজর রাখছে নিরাপত্তা সংস্থাগুলি। এহেন পরিস্থিতিতে গতকাল রাজোরির কেশরি হিল এলাকায় জঙ্গিদমন অভিযান শুরু করে সেনা। সেই সময়েই জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই শহিদ হন দুই জওয়ান। হাসপাতালে মৃত্যু হয় আরও তিন সৈনিকের। এহেন পরিস্থিতিতে আজ বারামুলার একটি জঙ্গিডেরায় অভিযান চালায় সেনাবাহিনী। সংঘর্ষে নিহত হয়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার এক সদস্য।
#WATCH | Baramulla encounter: Information was received about some suspicious movement. A cordon and search operation was launched and during that firing was done towards us and in retaliatory firing one terrorist of LeT has been killed. Our forces are alert in view of G20 Summit… pic.twitter.com/1i1ld637EG
— ANI (@ANI) May 6, 2023
বারামুলার পুলিশকর্তা আমোদ অশোক নাগপুরে বলেন, “কারহামা গ্রামে সন্ত্রাসবাদী কার্যকলাপের খবর মিলতেই অভিযান শুরু করে পুলিশ, সিআরপিএফ ও সেনাবাহিনীর একটি যৌথবাহিনী। জি-২০ সম্মেলনকে নজরে রেখে আমরা নিরাপত্তা আরও কড়া করেছি।”
#WATCH | J&K: Encounter underway between terrorist and security personnel in Karhama Kunzer area of Baramulla
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/9YvsH1nADA
— ANI (@ANI) May 6, 2023
উল্লেখ্য, মে মাসের ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত শ্রীনগরের মাটিতে জি-২০র পর্যটন সংক্রান্ত বৈঠক হবে। দেশের নানা প্রান্তেই জি-২০ সম্মেলনের একাধিক বৈঠক হয়েছে। কিন্তু শ্রীনগরের মতো স্পর্শকাতর কেন্দ্রে এই প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হবে। শ্রীনগর ছাড়া লেহ ও লাদাখেও এই সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছে পাকিস্তান (Pakistan)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.