Advertisement
Advertisement

ফের কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি   

জঙ্গিদের ধরতে অভিনব পন্থা সেনার।

Encounter rages in Kashmir, 2 terrorists killed
Published by: Monishankar Choudhury
  • Posted:September 11, 2018 10:19 am
  • Updated:September 11, 2018 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা৷ মঙ্গলবার, নিরাপত্তারক্ষীদের গুলিতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিকেশ হয় দুই জঙ্গি৷ এখনও এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী৷ মৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর হাতিয়ার উদ্ধার করা হয়েছে৷

সেনা সূত্রে খবর, হান্দওয়ারার গালোরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী৷ তারপরই দ্রুত ছকে ফেলা হয় অভিযানের নকশা৷ এদিন ভোররাতেই জঙ্গিদের ডেরা ঘিরে ফেলে সেনাবাহিনী৷ নিরাপত্তারক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জেহাদিরা৷ পালটা হামলা চালায় সেনা৷ বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ের পর খতম হয় দুই জঙ্গি৷ এখনও পর্যন্ত নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি৷ তবে সেনার এক আধিকারিকের মতে, মৃত জেহাদিরা জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য৷

চলতি মাসের শুরুতেই বান্দিপোরায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করের তিন সন্ত্রাসবাদীকে খতম করে সেনা৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, কাশ্মীরে বিজেপি-পিডিপি জোট সরকার ভাঙার পর জোর কদমে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনা৷ পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকাও৷ স্থানীয়দের মধ্যে মিশে জঙ্গি মডিউলের খবর বের করে নিচ্ছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা৷ ফলে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হচ্ছে সেনাবাহিনী৷

তবে জঙ্গিদমন অভিযানে বাধার সৃষ্টি করছে স্থানীয় বিক্ষোভকারীরাই৷ পাথর ছোঁড়া হয় সেনার জওয়ানদের উদ্দেশ্যে৷ তাই পাথর নিক্ষেপকারীদের পাকড়াও করতে অভিনব পন্থা নিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ৷ ছদ্মবেশে বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ঢুকে পড়েছেন পুলিশের গোয়েন্দারা৷ অংশ নিচ্ছেন উসকানিমূলক সভাগুলিতে৷ বিক্ষোভে শামিল হয়ে হাতেনাতে ধরে ফেলছেন পাথর নিক্ষেপকারীদের৷ নয়া স্ট্রাটেজিতে ফলও মিলেছে সঙ্গে সঙ্গে৷ তবে শীতের মরশুম আসার আগেই কাশ্মীরে জঙ্গিদের ঢোকানোর চেষ্টা করবে পাকিস্তান৷ ডিসেম্বরে ‘হাজিপীর পাস’ বন্ধ হওয়ার আগে আরও উত্তপ্ত হবে পরিস্থিতি৷ 

                      [মাঝেরহাট সেতু বিপর্যয়ের জের, পড়ুয়াদের সময়মতো স্কুলে পৌঁছে দেবে পুলিশ]                                                            

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement