Advertisement
Advertisement

কাশ্মীরের বান্দিপোরায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই

এবছর মোট ৯৭টি সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১৪৭ জন জঙ্গির৷

Encounter is continuing in Bandipora, 2 jawans is injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2016 9:23 am
  • Updated:December 29, 2016 9:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় শুরু হয়েছে সেনা-জঙ্গি গুলির লড়াই৷ এদিকে জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন দুই জওয়ান৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা৷ এলাকায় দুজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে দাবি সেনার৷ বৃহস্পতিবার সকালে বান্দিপোরা এলাকায় রুটিন তল্লাশির সময় আচমকাই সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা৷ এর পরেই শুরু হয় গুলির লড়াই৷

কিছুদিন আগেই সোপোরে ভারতীয় সেনা শীর্ষ লস্কর-ই-তৈবা জঙ্গি আবু বকরিকে নিকেশ করে৷ এরপর থেকে ওই বান্দিপোরা এলাকায় একের পর এক সেনা জঙ্গি গুলির লড়াই জারি রয়েছেই৷

Advertisement

প্রসঙ্গত কেন্দ্রের তরফে সংসদে জানানো হয়েছে, এবছর মোট ৯৭টি সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১৪৭ জন জঙ্গির৷ মৃত্যু হয়েছে মোট ৬০ জন সেনা জওয়ানেরও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement