Advertisement
Advertisement

সেনা-পুলিশ যৌথ অভিযানে কাশ্মীরে খতম শীর্ষ লস্কর জঙ্গি

খবর ছিল, অন্তত ৪-৫ জঙ্গি ঘাঁটি গেড়েছে দক্ষিণ কাশ্মীরে৷ চলছে সার্চ অপারেশন৷

Encounter in South Kashmir’s Pulwama, 1 Lashkar terrorist killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 9, 2017 4:45 am
  • Updated:March 9, 2017 4:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগাম খবর ছিল৷ অন্তত ৪ থেকে ৫ জন জঙ্গি লুকিয়ে রয়েছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাদগমপোরা গ্রামে৷ সেই অনুযায়ী হানা দেয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ৷ সেনা-পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পাল্টা উত্তর দেয় যৌথ বাহিনীও৷ দুই পক্ষের গুলি বিনিময়ে এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

ইন্টারনেটেই বোমা বানানো শিখেছিল ‘দেশদ্রোহী’ সইফুল্লাহ

Advertisement

জানা গিয়েছে, নিহত জঙ্গি লস্করের সক্রিয় সদস্য ও শীর্ষ নেতা৷ বেশ কিছুদিন ধরেই কাশ্মীরের ওই গ্রামে ঘাঁটি গেড়েছিল তারা৷ জঙ্গিদের খোঁজে পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সেনা৷ প্রসঙ্গত, গত সোমবারই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় এক পুলিশ অফিসারের বাড়িতে হামলা চালায় ১২ জন সন্ত্রাসবাদীর একটি দল৷ তখন ওই পুলিশ অফিসার বাড়িতে ছিলেন না৷ জঙ্গিরা তাঁর বাড়ির লোকদের আটক করে রাখে এবং বাড়িতেও ভাঙচুর চালায়৷

দোলের আনন্দ মাটি করতে পারে জোড়া ঘূর্ণাবর্তের বৃষ্টি

সেই ঘটনা প্রসঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি শেষ পাল ভায়েদ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরাও পাল্টা হামলা চালাতে পারি৷ জঙ্গিদেরও বোঝা উচিত ওদেরও কিন্তু পরিবার রয়েছে৷ এই লড়াইটা পুলিশ ও সন্ত্রাসবাদীদের মধ্যে৷ পরিবার-পরিজনদের এর মধ্যে নিয়ে আসা কখনই উচিত নয়৷ পুলিশও যদি এরকম করা শুরু করে তাহলে তাদের পরিবারের কী হবে?’ সেই বক্তব্যের ফলশ্রুতিই এই সাম্প্রতিক অপারেশন, এমনটাই মনে করছেন অনেকে৷

কেন্দ্রের আর্জি সত্ত্বেও জরিমানার পক্ষেই এসবিআই

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement