Advertisement
Advertisement

কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই

পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে৷

Encounter between security forces and terrorists in Kulgam, J&K
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 3, 2016 11:27 am
  • Updated:December 3, 2016 11:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাক সীমান্ত এলাকা৷ জম্মু ও কাশ্মীরের কুলগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনার৷ জানা গিয়েছে, সংঘর্ষে মৃত্যু হয়েছে এক স্থানীয় বাসিন্দার৷

ওই এলাকাতেই দুই জঙ্গি লুকিয়ে ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর৷ ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চালায় সেনা৷ কিন্তু জঙ্গিরা পালিয়ে যায়৷ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে৷

Advertisement

এদিকে শুক্রবার রাতে পাঠানকোটের বামিয়াল সেক্টরে বিএসএফ জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছে এক পাক অনুপ্রবেশকারীর৷ গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে দুই পাক জঙ্গিকে খতম করেছিল সেনা৷ সেনা-জঙ্গি সংঘর্ষে আহত হয়েছিলেন এক বিএসএফ জওয়ান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement