Advertisement
Advertisement

Breaking News

Priyanka Gandhi Madhya Pradesh

ফুল নেই, শুধুই কাগজ! আজব পুষ্পস্তবক উপহার প্রিয়াঙ্কাকে, ভাইরাল মধ্যপ্রদেশের ভিডিও

পুষ্পস্তবক দেখে অবাক কংগ্রেস নেত্রী।

Empty bouquet presented to Priyanka Gandhi in Madhya Pradesh election rally | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 7, 2023 1:56 pm
  • Updated:November 7, 2023 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটপ্রচারে গিয়েছেন দলের শীর্ষ নেত্রী। ফুল দিয়ে তাঁকে স্বাগত জানাচ্ছেন দলীয় কর্মীরা। কিন্তু আচমকাই নেত্রীর হাতে কাগজ ধরিয়ে দিলেন এক ব্যক্তি। দেখতে পুষ্পস্তবকের মতো হলেও তার মধ্যে একটাও ফুল নেই। আজব এই উপহার পেয়ে হেসে কুটোপাটি হলেন নেত্রী। গোটা ঘটনায় বিব্রত দলীয় কর্মীদের সকলেই। মজার ঘটনাটি ঘটেছে ভোটমুখী মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) হাতে পুষ্পস্তবকের বদলে তুলে দেওয়া হয় একগুচ্ছ কাগজ!

আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। গতবার সেরাজ্যে জিতেও সরকার হাতছাড়া হয়েছিল কংগ্রেসের। তাই এবার মধ্যপ্রদেশে সরকার গঠন করতে মরিয়া হাত শিবির। জোরকদমে সেখানে প্রচার চালাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। কয়েকদিন আগেই রাহুল গান্ধী মধ্যপ্রদেশে গিয়েছিলেন। এবার সেখানে পা রাখেন প্রিয়াঙ্কাও। বিজেপিকে বিঁধে তিনি বলেন, দুর্নীতি ও অপশাসনকে দূরে হঠিয়ে ন্যায় ও সুশাসন ফিরিয়ে আনবে ইন্দোরের মানুষ। 

Advertisement

[আরও পড়ুন: তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ কলকাতা হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে, রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট]

এই প্রচারে গিয়েই মজার ঘটনার সাক্ষী হন প্রিয়াঙ্কা। তিনি মঞ্চে ওঠার পরে এগিয়ে আসেন দলের নেতা-কর্মীরা। কেউ গোলাপ ফুল দিয়ে, কেউ বা সেলফি তুলে স্বাগত জানান প্রিয়াঙ্কাকে। হাসিমুখেই তাঁদের সঙ্গে কথাও বলছিলেন কংগ্রেস নেত্রী। সেই সময়ে হাতে পুষ্পস্তবক নিয়ে এগিয়ে আসেন এক ব্যক্তি। তুলে দেন কংগ্রেস নেত্রীর হাতে। কিন্তু পুষ্পস্তবক হাতে নিয়ে প্রিয়াঙ্কা অবাক! কারণ সেখানে কোনও ফুলই নেই।

মঞ্চে থাকা নেতা-কর্মীদের প্রিয়াঙ্কা সটান জিজ্ঞাসা করেন, এটা কী? আচমকা এহেন পরিস্থিতিতে পড়ে বিব্রত হয়ে যান কংগ্রেস কর্মীরা। হাসতে থাকেন প্রিয়াঙ্কা। যে ব্যক্তি পুষ্পস্তবক নিয়ে এসেছিলেন তিনি তড়িঘড়ি মঞ্চ থেকে নেমে পড়েন। তবে এই মজার ঘটনার পরেও নিজেকে সামলে নিয়ে ফের প্রচারের কাজ শুরু করেন প্রিয়াঙ্কা।

[আরও পড়ুন: নীরব-মেহুলদের ১৫ লক্ষ কোটির ঋণ মাফ! জনতার আমানত ‘নয়ছয়’ নিয়ে নির্মলাকে তোপ জহরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement