Advertisement
Advertisement
BJP

দেশে কর্মসংস্থান যথেষ্ট নয়, মানলেন খোদ বিজেপি সাংসদই

কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরির সুযোগ কমাবে বলেই আশঙ্কা তাঁর।

Employment in the country is not enough, admits BJP MP। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 29, 2023 1:56 pm
  • Updated:June 29, 2023 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কর্মসংস্থান নিয়ে হতাশা প্রকাশ করলেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির (BJP) সাংসদ জয়ন্ত সিনহা। বুধবার তিনি বলেন যে ভারত যে হারে চিরাচরিত ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করছে তা অপর্যাপ্ত এবং জনগণের জন্য মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগগুলি খোলার দিকে মনোনিবেশ করা দরকার। বণিকসভা আইএমসি চেম্বার অফ কমার্স দ্বারা আয়োজিত একটি যুব সম্মেলনে ভাষণে হাজারিবাগের সাংসদ বলেন, মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যখন আমাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তি। যা চাকরির সুযোগ কমাবে বলে অনেকেই আশঙ্কা করছে।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “আমাদের তরুণদের জন্য উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টির জন্য আরও ভাল কাজ করতে হবে। আমাদের খুব দ্রুত উচ্চমানের, প্রথাগত ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হতে হবে এবং সেই হার এখনও যথেষ্ট নয়।”

Advertisement

[আরও পড়ুন: বিজেপি নাকি তৃণমূল, রাজ্যসভা নির্বাচনে নওশাদের ভোট কার দিকে? তুঙ্গে জল্পনা]

তিনি আক্ষেপের সুরেই তাঁর দলের সরকারের ব‌্যর্থতার কথা স্বীকার করেছেন। সিনহা বলেন, শিল্পায়ন এবং নগরায়নকে কেন্দ্র করে কৃষি থেকে কারখানার মডেল, যা শিল্প বিপ্লবের পর থেকে কাজ করেছে এবং আমেরিকা থেকে চিন পর্যন্ত, সব দেশকে অর্থনীতিতে সাহায্য করেছে, তা আর ভবিষ্যতে কাজ করবে না। কাজেই ভারতকে তার নিজস্ব প্রবৃদ্ধির মডেল তৈরি করতে হবে। আমরা যদি স্থায়ী সমৃদ্ধির পথে চলতে চাই তবে ভারতকে সমগ্র অর্থনীতিতে ‘দ্রুত ও রূপান্তরমূলক সমন্বয়’ করতে হবে।

[আরও পড়ুন: রাজ্যসভার নিশ্চিত আসনে প্রার্থী হতে বঙ্গ বিজেপিতে দ্বন্দ্ব! স্বপনকে আটকাতে মরিয়া মিঠুন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement