Advertisement
Advertisement

Breaking News

Employment Growth

এক বছরে দেশে নতুন কর্মসংস্থান ৪ কোটি ৭০ লক্ষ! রিপোর্টে দাবি রিজার্ভ ব্যাঙ্কের

গত এক বছরে কর্মসংস্থান বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ হয়েছে, দাবি শীর্ষ ব্যাঙ্কের।

Employment Growth Rate In India Was 6% Last Year, Says RBI

ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:July 9, 2024 4:41 pm
  • Updated:July 9, 2024 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান ভারতের সবচেয়ে জলন্ত ইস্যু কর্মসংস্থান। অন্তত বিরোধীদের তেমনটাই দাবি। তবে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে উলটো কথা। দেশের শীর্ষ ব্যাঙ্কের দাবি, স্রেফ ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে ৪ কোটি ৭০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। শুধু তাই নয়, দেশে কর্মসংস্থান বৃদ্ধির গতিও গত এক বছরে দ্বিগুণ হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank) ‘ক্লেমস’ তথ্যভান্ডারের পরিসংখ্যান বলছে, ২০২২-২০২৩ অর্থভাণ্ডারে দেশে মোট কর্মসংস্থানের সুযোগ ছিল প্রায় ৫৯ কোটি ৬৭ লক্ষ। সেটা ২০২৩-২৪ অর্থবর্ষে বেড়ে হয়েছে প্রায় ৬৪ কোটি ৩৩ লক্ষ। পরিসংখ্যান অনুযায়ী, এক বছরে কর্মসংস্থান বেড়েছে প্রায় ৬ শতাংশ হারে। যে হার কিনা আগের বছর ছিল ৩.২ শতাংশ। অর্থাৎ গত এক বছরে কর্মসংস্থান বৃদ্ধির হারও প্রায় দ্বিগুণ হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক দাবি করছে, গত এক বছরে প্রায় ২৭টি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে।

Advertisement

[আরও পড়ুন: ভালোবেসে বিয়ে করায় খুন করতে চান বাবা-মা! হাই কোর্টের কাছে নিরাপত্তা চাইলেন তরুণী]

ঘটনাচক্রে দিন দুই আগেই বেকারত্ব নিয়ে চাঞ্চল্যকর একটি রিপোর্ট পেশ করছে সিটিগ্রুপ। সেই রিপোর্টে দাবি করা হয়, আগামী এক দশকে হয়তো আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করবে দেশ। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হলেও মিটবে না বেকার সমস্যা। এই মুহূর্তে দেশের আর্থিক বৃদ্ধির কমবেশি ৭ শতাংশ। আগামী ১০ বছরে এই হারেই বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখছে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। কিন্তু সিটি গ্রুপের রিপোর্ট বলছে, এই হারে বৃদ্ধি হলেও বেকারত্ব মেটানো সম্ভব নয়। ভারতের বিপুল জনসংখ্যর চাকরির চাহিদা মেটাতে হলে প্রতি বছর অন্তত ১ কোটি ২০ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হওয়া প্রয়োজন। কিন্তু বর্তমান হারে আর্থিক বৃদ্ধি হলে ৮০-৯০ লক্ষের বেশি চাকরির সুযোগ তৈরি করা সম্ভব নয়।

[আরও পড়ুুন: পুলিশের মারে যুবকের মৃত্যু! থানায় বাইরে তুমুল বিক্ষোভ, পুলিশ-জনতা ধস্তাধস্তিতে রণক্ষেত্র ঢোলাহাট]

এদিন রিজার্ভ ব্যাঙ্ক সিটিগ্রুপের সেই রিপোর্ট কার্যত খারিজ করে দিল। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ইতিমধ্যেই বেসরকারি সংস্থার ওই রিপোর্ট খারিজ করে দিয়েছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট মানলে সিটিগ্রুপের ওই রিপোর্ট ভ্রান্ত বলেই ধরে নিতে হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement