Advertisement
Advertisement
Boss Obscene Photo

দিনের পর দিন হেনস্তা বসের, মধুচক্রে ফাঁসিয়ে নগ্ন ছবি ছড়ালেন তরুণী কর্মী

বসের স্ত্রী থেকে পরিচিত-সকলের কাছেই নগ্ন ছবি ছড়িয়ে দেয় তরুণী।

Employees of Vadodara circulates obscene photo of boss as revenge | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 29, 2023 12:57 pm
  • Updated:December 29, 2023 7:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন সহকর্মীদের সামনে অপমান করতেন বস। বাধ্য হয়ে চাকরিও ছাড়তে হয়েছিল। লাগাতার কটাক্ষের জবাব দিতে মধুচক্রের ফাঁদে বসকে জড়ালেন এক তরুণী। সেখান থেকে বসের নগ্ন ছবি হাতিয়ে সর্বত্র ছড়িয়েও দিলেন। এমনকি বসের স্ত্রীর কাছেও পাঠিয়ে দেওয়া হল সেই নগ্ন ছবি। প্রায় তিনমাস ধরে এভাবে হেনস্তার মুখে পড়ার পরে পুলিশের দ্বারস্থ হয়েছেন বস। আপাতত ওই তরুণী ও তাঁর সঙ্গীকে নোটিস পাঠিয়েছে পুলিশ।

ঘটনার সূত্রপাত ভদোদরায় (Vadodara)। পুলিশ সূত্রে খবর, দিনের পর দিন অফিসের এক মহিলা কর্মীকে অপমান করতেন সমীর গুপ্তা। বস সমীরের দুর্ব্যবহারের কারণেই চাকরিও ছাড়তে হয় ওই তরুণীকে। তার পরেই এক ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে সমীরের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ছক কষতে শুরু করেন তিনি। ঠিক করেন, প্রথমে সমীরকে মধুচক্রের ফাঁদে ফেলবেন। সেই জন্য দুজন মিলে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে মহিলা সেজে সমীরের সঙ্গে চ্যাট করতে শুরু করেন।

Advertisement

[আরও পড়ুন: হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের স্বপ্ন অধরা আর্সেনালের, হার টটেনহ্যামেরও]

বেশ কয়েকদিন চ্যাট করার পর নগ্ন মহিলাদের ছবি ডাউনলোড করে সমীরকে পাঠায় তারা। কোনও মহিলার সঙ্গে কথা বলছেন ভেবে নিজের নগ্ন ছবি পাঠিয়ে দেন সমীরও। তার পর থেকেই ইনস্টাগ্রামের ওই অ্যাকাউন্টের সঙ্গে সমীরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেখান থেকেই বিপত্তির শুরু। সমীরের পরিচিতদের মধ্যে ছড়িয়ে পড়ে তাঁর নগ্ন ছবি। তাঁর আপত্তিকর চ্যাটও ভেসে বেড়ায় পরিচিতমহলে। সমীরের অফিসের এইচআরের কাছেও পাঠিয়ে দেওয়া হয় নগ্ন ছবি। তাঁর স্ত্রীকে ছবি পাঠিয়েও ক্ষান্ত হয়নি দুই অভিযুক্ত। সমীরের স্ত্রীর অফিসেও পাঠানো হয় সেই ছবি।

প্রায় তিনমাস ধরে এই ‘অত্যাচার’ সহ্য করার পর পুলিশের দ্বারস্থ হন সমীর। ইনস্টাগ্রামের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে দুজনের হদিশ জানতে পারে পুলিশ। তাদের বয়ান রেকর্ড করতে চেয়ে নোটিসও পাঠানো হয়। তবে দুজনের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করতে চাননি সমীর। যদিও পুলিশের তরফে এই ঘটনার তদন্ত হবে বলে জানানো হয়েছিল। উল্লেখ্য, এমন অপরাধে সাত বছরের কম সময়ের জন্য কারাদণ্ড হতে পারে দোষীদের।

[আরও পড়ুন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সেবা করাই শূদ্রদের কাজ! ক্ষমা চেয়ে বিতর্কিত পোস্ট মুছলেন হিমন্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement