সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাত্যহিক বিপর্যয় থেকে বাঁচতে দেবতার মূর্তির সামনেই আশ্রয় খোঁজে মানুষ৷ কিন্তু চোরেদের হাত থেকে বাঁচল না দেবমূর্তিও৷ তামিলনাড়ুর এক মন্দির থেকে খোয়া গেল বহুমুল্য শিবলিঙ্গ৷ মূর্তিটির দাম কয়েক কোটি টাকা৷
ঘটনা ত্যাগরাজা স্বামী মন্দিরের৷ জানা যাচ্ছে, পান্নার শিবলিঙ্গটি থাকত মন্দিরের লকারে৷ বহুমূল্য হওয়ার কারণেই সেটিকে বাইরে রাখা হত না৷ প্রতিদিন পুরোহিত ও মন্দিরের কর্মী এসে পুজোর সময় লকার থেকে সেটিকে বের করতেন৷ পুজো শেষে আবার যথাস্থানে তুলে রাখা হত৷ গত রবিবার পুজোর সময় তাঁরা দু’জন এসে দেখেন, লকার খোলা৷ এবং সেখানে শিবলিঙ্গ নেই৷ সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষর গোচরে আনেন বিষয়টি৷ সেই প্রেক্ষিতে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়৷
কর্তৃপক্ষ জানাচ্ছে, পুরোহিত ও মন্দিরের কর্মী যথেষ্ট বিশ্বস্ত লোক৷ সেই জন্যই তাঁদের কাছে বিশ্বাস করে চাবি দেওয়া থাকত৷ এতদিন কোথাও কোনও গণ্ডগোল দেখা দেয়নি৷ কয়েক কোটি টাকার মূল্যের এই শিবলিঙ্গ কি তাঁদের গাফিলতিতেই চুরি গেল, নাকি এর পিছনে অন্য কোনও চক্র কাজ করছে, তারই সন্ধানে আছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.