সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কালো টাকার কারবার রুখতে নোট বাতিলের মতো ঝুঁকিবহুল সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী৷ তারপরও অবশ্য কালো টাকায় লাগাম পড়েনি৷ নিয়মের ফাঁক গলেই সাদা হচ্ছে কালো টাকা৷ এবার কালো টাকা আটকাতে জনগণকেও শামিল হতে আহ্বান জানালো সরকার৷
নোট বাতিলের পর থেকেই দেশে সক্রিয় কালো টাকা সাদা করার চক্র৷ কখনও তাতে শামিল হয়েছেন ব্যাঙ্ক কর্মীরা৷ সে বিষয় কঠোর হয়েছে প্রশাসন৷ নোট বাতিলের পর থেকে ব্যাপক হারে অভিযান চালাচ্ছে আয়কর দফতর৷ পাকড়াও হচ্ছে কালো টাকার কারবারিরা৷ উদ্ধার হচ্ছে কোটি কোটি কালো টাকা৷ তবে এবার এই পুরো প্রক্রিয়ায় সাধারণ মানুষকেও যোগ দিতে আহ্বান জানাল প্রশাসন৷ রাজস্ব সচিব হাসমুখ আধিয়া শুক্রবার সাধারণের উদ্দেশ্যে জানান, কোথাও কালো টাকার খোঁজ পেলেই সরকারকে জানানো হয়৷ ইমেল মারফত এই খবর জানাতে বলা হয়েছে৷ blackmoneyinfo@incometax৷gov৷in এই ইমেল আইডিতে খবর দিলেই ওয়াকিবহাল হবে সরকার৷
এদিন রাজস্ব সচিব জানান, কেউ ব্যাঙ্কে টাকা জমা দিচ্ছে মানেই যেন না ভাবে যে সমস্ত কালো টাকা সাদা হচ্ছে৷ শনিবারই একটি নয়া প্রকল্পের চালু হবে৷ যাতে আরও বিপাকে পড়বে কালো টাকার কারবারিরা৷ তবে এই অভিযান যেমন সরকারের তেমন যেন সাধারণ মানুষেরও হয়ে ওঠে সেই উদ্যোগ নিল সরকার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.