Advertisement
Advertisement

Breaking News

PM Modi

লোকসভা ভোটের আবহেই মোদি-মাস্ক সাক্ষাৎ! ভার‍তে টেসলার কারখানায় সিলমোহর?

কবে ভারতে আসবেন মাস্ক?

Elon Musk likely to meet PM Modi during Lok Sabha Election

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 10, 2024 7:03 pm
  • Updated:April 10, 2024 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করবেন এলন মাস্ক! সূত্রের খবর, চলতি মাসেই ভারত সফরে আসবেন টেসলা কর্তা। ভারতে নতুন কারখানা গড়তে আগ্রহী টেসলা। সম্ভবত মোদির সঙ্গে বৈঠকের পরেই এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে সূত্রের খবর।

কবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বিশ্বের ধনীতম ব্যক্তি? সূত্রের খবর, এপ্রিলে চতুর্থ সপ্তাহে হয়তো ভারতে আসবেন মাস্ক (Elon Musk)। সেই সময়েই মোদির সঙ্গে দেখা করবেন তিনি। যদিও এই সফর এবং বৈঠক নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর বা টেসলা- এই সফর ঘিরে মুখে কুলুপ এঁটেছে দুপক্ষই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক টেসলা কর্তা জানিয়েছেন, এপ্রিল মাসে লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) চলাকালীনই ভারতে আসবেন এলন মাস্ক।

Advertisement

[আরও পড়ুন: বিজেপির হাত ধরতে রাজি ছিলেন শরদ পওয়ারও! ভোটের মুখে বোমা ফাটালেন NCP নেতা]

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা ছিল মাস্কের সংস্থার। কিছুদিন আগে শোনা গিয়েছিল, এপ্রিল মাসে ভারতে আসবেন টেসলার উচ্চ আধিকারিকরা। কারখানা তৈরির জন্য বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন তাঁরা। সবমিলিয়ে ভারতে কারখানা তৈরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ভাবনা রয়েছে টেসলার। তার মধ্যেই মাস্কের ভারত সফরের খবর প্রকাশ্যে এল। তবে একেবারে শেষ মুহূর্তে এই সফর বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত বছর আমেরিকা সফরে গিয়ে মাস্কের সঙ্গে দেখা করেছিলেন মোদি। সেই বৈঠকের পরই মাস্ক জানিয়ে দেন, তাঁর সংস্থা টেসলা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী। জানা যাচ্ছে, কারখানা চালু হলেই এখানে বছরে ৫ লক্ষ গাড়ি তৈরি হবে। গাড়ির দাম থাকবে ২০ লক্ষের মধ্যে। ২০১৯ সালেই প্রথম ভারতে ব্যবসা শুরু করার অনুমতি চায় টেসলা। সেই থেকে মাস্ক ও মোদি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। কিন্তু কোনও কিছুই ফলপ্রসূ হয়নি গত প্রায় তিন বছরেও।

[আরও পড়ুন: আসানসোল থেকে ‘পলাতক’ পবন এবার বিহারের প্রার্থী, তবে বিজেপির টিকিটে নয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement