ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈশাখের শুরুতেই চাঁদিফাটা গরমে পুড়ছে বাংলা-সহ গোটা দেশ। তার জেরে মহারাষ্ট্রে অঘটন। সরকারি উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিটস্ট্রোকে মৃত অন্তত ১৩ জন। অসুস্থ কমপক্ষে ৫০ জন। তাঁরা ভরতি হাসপাতালে। নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে মহারাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে সমাজকর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারীকে সম্মান জানাতে ভূষণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ নভি মুম্বইতে শুরু হওয়া অনুষ্ঠান চলে দুপুর ১টা পর্যন্ত। ওই অনুষ্ঠানে যোগ দেন অগণিত মানুষ।
ভরা অনুষ্ঠানস্থলে প্রথমে ৭-৮ জন অসুস্থ হয়ে পড়েন। এইভাবে ক্রমশ অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে ২৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পরই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। দুঃখপ্রকাশ করেন তিনি। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। যাঁরা অসুস্থ তাঁদের চিকিৎসার ভারও নিয়েছে সরকার, টুইটে সেকথা জানান দেবেন্দ্র ফড়নবিস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.