সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের মালাপ্পুরাম জেলায় উৎসব চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে রণমূর্তি ধারণ করল এক হাতি। তার হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত।
জানা গিয়েছে, তিরুরে পুথিয়াঙ্গাদি উৎসবে সকলে একত্রিত হন। সেখানে পাঁচটি হাতি নিয়ে আসা হয়। তারা সকলেই সোনালি প্লেটে সজ্জিত ছিল। আচমকাই তাদের মধ্যে একটি হাতি ক্ষেপে যায়। মাহুতও তাকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। হাতিটি এরপরই হামলা করে সেখানে উপস্থিত ব্যক্তিদের।
WATCH: Footage shows elephant grabbing a man by the leg and tossing him around at religious festival in India
The festival is renowned for its stunning elephant processions, where decorated elephants march in rhythm with the beat of the drumshttps://t.co/fEactm5Esa pic.twitter.com/bpbQP2ML9H
— Video Forensics (@Video_Forensics) January 8, 2025
পক্কথু শ্রীকুট্টান নামের সেই হাতিকে দেখা যায় শুঁড়ে করে একজনকে শূন্যে দোলাতে। জানা গিয়েছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা সংকটজনক। তবে বাকিদের আহত হওয়ার পিছনে অন্যতম কারণ পদপিষ্ট হওয়া। হাতিটি উন্মত্ত হয়ে পড়ার পর তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। চেন দিয়ে তাকে বাঁধার চেষ্টা করা হয়। প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টা করার পর তা করা সম্ভব হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.