সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। দুই রাজ্যে মৃত্যু হল ১০ জনের। আশঙ্কাজনক অন্তত ৬। সোমবার ভোররাতে কানপুরে বিদ্যুৎচালিত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় বহু পথচারীকে। ধাক্কা মারে রাস্তার ধারের থাকা বাইক এবং ট্রাফিক বুথে। এই ঘটনায় ইতিমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তেলেঙ্গানায় এক নাবালক চালক পিষে দেয় চার মহিলাকে।
কানপুরের তাত মিল ক্রসিংয়ের কাছে একটি বিদ্যুতচালিত বাস নিয়ন্ত্রণ হারায়। এর পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারী, বাইক এবং একাধিক ছোট গাড়িতে ধাক্কা মারে। এমনকী, একটি ট্রাফিক বুথেও ধাক্কা মারে বাসটি। তার পর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারার আগের মুহূর্তে ব্রেক কষতে সক্ষম হন চালক। প্রতিবেদন প্রকাশের সময় অবধি এই ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কানপুর পুলিশ। আশঙ্কাজনক আরও ৬ জন নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। পলাতক বাসচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Uttar Pradesh | At least five people killed and several injured in an electric bus accident in Kanpur. The incident took place near Tat Mill cross road: Pramod Kumar, DCP East Kanpur pic.twitter.com/ZzVsKMOYuZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 30, 2022
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। টুইটারে রাষ্ট্রপতি লেখেন, “কানপুরে বাস দুর্ঘটনা মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। জখমদের দ্রুত আরোগ্য কামনা করি।”
कानपुर में हुई बस दुर्घटना में कई लोगों के हताहत होने की खबर से अत्यंत दुःख हुआ है। इस घटना में अपने प्रियजनों को खोने वाले परिवारों के प्रति मेरी गहन शोक-संवेदनाएं। मैं घायल हुए लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूँ।
— President of India (@rashtrapatibhvn) January 31, 2022
অন্যদিকে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তেলেঙ্গানার করিমনগরে। বেপরোয়া গতির বলি হলেন চার মহিলা। পুলিশ সূত্রে খবর, একটি চারচাকা গাড়িতে কয়েকজন নাবালক ছিল। গাড়ির চালকের আসনেও ছিল এক নাবালক। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে গাড়িটি তুলে দেয় সে। সেখানে চার মহিলা বসেছিলেন। তাঁদের পিষে দেয় গাড়িটি। এই ঘটনায় নাবালক চালকরে বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Telangana | Four women died after a speeding car driven by a minor hit them. The car ran over people sitting on the footpath. A case has been registered under section 304 of IPC on the minors traveling in the car: V Satyanarayana, Karimnagar CP (30.01) pic.twitter.com/7bFUjw7tvV
— ANI (@ANI) January 31, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.