সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার ১২ শূন্য আসনের জন্য ৩ সেপ্টেম্বর নির্বাচন হতে চলেছে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার এই ঘোষণা করা হয়েছে। এই ১২টি আসনের মধ্যে অসম, বিহার, মহারাষ্ট্রের ২ করে আসন এবং হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, তেলঙ্গানা এবং ওড়িশার ১টি করে আসন রয়েছে। নির্বাচনের ফল প্রকাশ হবে ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায়। রাজ্যসভায় মোট আসনের সংখ্যা ২৪৫।
এই ১২টি আসনের মধ্যে বিজেপির ৭টি আসন জয় নিশ্চিত বিজেপির। আরও দু-একটি আসনে জয়ের জন্য ঘোড়া কেনাবেচার চেষ্টা করতে পারেন বিজেপির ভোটকুশলীরা। এবারের রাজ্যসভার নির্বাচনে কংগ্রেসের শক্তিহ্রাস হতে পারে। হরিয়ানায় দীপেন্দ্র হুডা রাজ্যসভার আসন খালি করে লোকসভায় গিয়েছেন। একই ভাবে লোকসভায় গিয়েছেন কে সি বেণুগোপাল। ওই দুটি আসনই হারাতে কংগ্রেস।
বর্তমানে রাজ্যসভায় ২২৬ জন সাংসদ রয়েছেন। তার নিরিখে রাজ্যসভায় বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা সংখ্যা ১১৪। এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতার থেকে ১৩ আসন কম রয়েছে। এনডিএ-র আসন সংখ্যা ১০১টি। তাতে বিজেপির রয়েছে ৮৬টি আসন। জুলাই মাসের ১৩ তারিখে ৪ মনোনীত সদস্য, যারা পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা রাজ্যসভা থেকে অবসর নেন। এর ফলে চার বছর পর রাজ্যসভায় বিজেপির সংখ্যা ৯০-এর নিচে চলে গিয়েছে।
রাজ্যসভায় ইন্ডিয়া জোটে থাকা দলগুলির হাতে রয়েছে ৮৭টি আসন। শাসক, বিরোধী দুই জোটের বাইরে থাকা দলগুলির হাতে ২৮টি আসন রয়েছে। এর মধ্যে বিজেডির রাজ্যসভার সদস্য সংখ্যা ৯ জন। ওয়াইএসআর কংগ্রেস পার্টির সদস্য সংখ্যা ১১। অতীতে এই ওয়াইএসআর কংগ্রেস এবং বিজেডি দুই দলই রাজ্যসভায় বিজেপিকে সমর্থন করে গিয়েছে। কিন্তু লোকসভার ফলপ্রকাশের পর বদলে গিয়েছে অনেক অঙ্ক। বিজেডি ইতিমধ্যেই বিরোধী শিবিরে বসা শুরু করে দিয়েছে। ওয়াইএসআর কংগ্রেসও বিরোধী আসনে বসার প্রস্তুতি নিচ্ছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.