বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: সামনেই লোকসভা ভোট, সম্ভবত এপ্রিলেই। তার আগেই দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচন (Rajya Sabha Election) অনুষ্ঠিত হতে চলেছে। সোমবার ওই ৫৬ আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)।যার মধ্যে রয়েছে বাংলার ৫টি আসন। রাজ্যসভার ভোট কবে হবে?
জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এই ৫৬টি আসনের ভোটগ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এর মধ্যে ১৩টি রাজ্যের ৫০টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। আর দুই রাজ্যের ৬টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হবে ৩ এপ্রিল। পশ্চিমবঙ্গ ছাড়াও যে সব রাজ্যে ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচন হবে, সেগুলি হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ।
উল্লেখ্য, ২ এপ্রিলে মেয়াদ শেষ হবে রাজ্যসভার তৃণমূল সাংসদ নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী ও শান্তনু সেনের। এছাড়া বাংলা থেকে রাজ্যসভায় নির্বাচিত কংগ্রেস সদস্য অভিষেক মনু সিংভিরও মেয়াদ শেষ হবে সেদিন। এই সবকটি আসনেই ভোটগ্রহণ হবে ২৭ তারিখ। তৃণমূল চার আসনে একই প্রার্থী দেবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। অঙ্কের নিরিখে কংগ্রেসের অভিষেক মনু সিংভির পুনর্নিবাচিত হওয়া প্রায় অসম্ভব। ফলে বাংলার একটি আসনে প্রার্থী দিতে পারে বিজেপি।
Elections for
56 Rajya Sabha seats in 15 States.UP – 10
Bihar & Maharashtra – 6 each
MP, Bengal – 5 eachGujarat & Karnataka – 4 each
Odisha, Andhra Pradesh & Rajasthan: 3 each
Polling on 27 Feb pic.twitter.com/e9UGzjTAVe
— Poll Diary (@poll_diary) January 29, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.