সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে শোরগোল কর্ণাটকে। খোদ মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের (Basavraj Bommai) গাড়িতে তল্লাশি চালালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সূত্রের খবর, শুক্রবার বেঙ্গালুরু থেকে চিক্কাবল্লাপুরায় একটি মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন বোম্বাই। মাঝপথে একটি চেক পয়েন্টে তাঁর গাড়ি থামান নির্বাচন কমিশনের (Election Commission) আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত গাড়িটি ভাল করে খতিয়ে দেখেন আধিকারিকরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যদিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী গোটা তল্লাশি অভিযানে কোনওরকম আপত্তি জানাননি।
নির্বাচন কমিশন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী গাড়িতে করে কোনওরকম নগদ বা আপত্তিকর কোনও সামগ্রী নিয়ে যাচ্ছিলেন কিনা সেটা খতিয়ে দেখা হয়েছে। আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু থাকায় রাজ্যের সব সরকারি আধিকারিকের গাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বোম্মাইও তার ব্যতিক্রম নন। প্রয়োজনে বিরোধী নেতাদের গাড়িতেও তল্লাশি চালানো হবে। যদিও মুখ্যমন্ত্রীর গাড়িতে আপত্তিকর কোনও সামগ্রী পাওয়া যায়নি বলেই জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, কর্ণাটকে (Karnataka) আগামী ১০ মে নির্বাচন। ফলপ্রকাশ ১৩ মে। বিভিন্ন সমীক্ষায় এবার সেরাজ্যে পালাবদলের ইঙ্গিত মিলেছে। স্বাভাবিকভাবেই বাড়তি উদ্যমে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। তাঁর গাড়ি আটকে যেভাবে নির্বাচন কমিশনের আধিকারিকরা তল্লাশি চালালেন, সেটা নিয়েও শুরু হয়েছে চাপান-উতোর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.