সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি জঙ্গিদের হামলায় বার বার রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীর। শহিদ হয়েছেন জওয়ানরা। প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। বহু জেহাদিকে নিকেশ করেও হামলার ঘটনা ঠেকানো যাচ্ছে না। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। এই পরিস্থিতিতে চলতি বছরই বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে উপত্যকায়। তাই ভোটের দিনক্ষণ ঘোষণার আগে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
বিধানসভা ভোটের জন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কাশ্মীর উপত্যকায় যেভাবে জঙ্গি কার্যকলাপ বাড়ছে, তাতে নিরাপত্তা বাহিনীর চিন্তা বেড়েছে। জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে উপত্যকায় মোতায়েন করা বাহিনীও পুনর্বিন্যাস করা হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী ৮ আগস্ট ভূস্বর্গে যাচ্ছেন মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার, কমিশনার গণেশ কুমার ও এসএস সান্ধু। ১০ তারিখ পর্যন্ত তাঁরা থাকবেন সেখানে। সমস্ত কিছু পর্যবেক্ষণ করবেন। জানা গিয়েছে, ১০ আগস্ট নির্বাচন কমিশনের আধিকারিকরা জম্মুতে যাবেন। সেখানকার প্রশাসন, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে তাঁদের বৈঠক হবে। আলোচনার পর ভোট প্রস্তুতি নিয়ে জম্মুতেই একটি সাংবাদিক সম্মেলন করবেন তাঁরা। মনে করা হচ্ছে, সেখানেই ভোটের দিনক্ষণের হদিশ মিলতে পারে।
বলে রাখা ভালো, জম্মু ও কাশ্মীরে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে এ বার উপত্যকায় ৫০০ প্যারা স্পেশ্যাল ফোর্স (পিএসএফ) কমান্ডো মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। উল্লেখ্য, আগামী ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পঞ্চম বর্ষপূর্তি। পাঁচ বছর আগে এই দিনেই উপত্যকার বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। পাশাপাশি রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে এটিকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর থেকে অনেক বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে ভূস্বর্গে। অশান্তি থামাতে বিপুল সংখ্যক সেনা সেখানে মোতায়েন করা হয়। বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবাও। কাশ্মীর ইস্যুতে বিরোধীদের বাণে বারবার বিদ্ধ হয়েছে মোদি সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.