Advertisement
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশে উপনির্বাচনে অভিযুক্ত যোগীর পুুলিশ, কমিশনের নির্দেশে সাসপেন্ড ৭ পুলিশকর্মী

ভোটদানে বাধার অভিযোগ খোদ আইনরক্ষকদের বিরুদ্ধে।

Election Commission Suspended 7 police person in UP Bypoll
Published by: Kishore Ghosh
  • Posted:November 20, 2024 2:15 pm
  • Updated:November 20, 2024 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচন চলছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। একই দিনে উপনির্বাচন চলছে চার রাজ্য উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কেরল এবং উত্তরখণ্ডে। যোগীরাজ্য ও পাঞ্জাবে বিক্ষিপ্ত অশান্তির খোঁজ মিলেছে। যদিও মোটের উপরে চার রাজ্যে ১৫ বিধানসভা আসনে শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসাহী মানুষের ভিড় দেখা গিয়েছে। এর মধ্যেই গুরুতর অভিযোগ উঠেছে যোগীর পুলিশের বিরুদ্ধে। যার জেরে ৭ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।

উত্তরপ্রদেশে নির্বাচন চলছে ৯টি বিধানসভা আসনে। সকাল ১১টা পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে বলে খবর। কাটহারি, কারহাল, মিরাপুর, গাজিয়াবাদ, মাঝাওয়ান, সিসামাউ, খয়ের, ফুলপুর এবং কুন্দারকিতে উপনির্বাচন চলছে বুধবার। সমাজবাদী পার্টির দাবি, বেশ কিছু ভোটকেন্দ্রে পুলিশ শাসক দলকে সুবিধা দিতে ভোটাদাতাদের ভোটদানে বাধা দিচ্ছে। মিরাপুরে গোষ্ঠীদ্বন্দ্বে পাথরবৃষ্টির খবর মিলেছে।

Advertisement

ইতিমধ্যে নির্বাচনী গাইডলাইন না মানার অভিযোগে ৭ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, “কোনও ভোটারকে ভোট দিতে বাধা দেওয়া যাবে না। ভোটের সময় কোনও ধরনের পক্ষপাতমূলক মনোভাব বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করা হবে। কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পাঞ্জাবে ৪ আসনে নির্বাচন চলছে। যোগীরাজ্যের মতোই সেখানেও সকাল ১১টা অবধি ২০ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে কেরলের পালাক্কায় উপনির্বাচনেও ভোটকেন্দ্রগুলিতে সকাল থেকে উৎসাহী মানুষের ভিড়। এছাড়াও উত্তরাখণ্ডের কেদারনাথ আসনে ভোট চলছে বুধবার। দেবভূমে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুই শেয়ানের লড়াই বিজেপির আশা নাউটিয়াল এবং কংগ্রেসের মনোজ রাওয়াতের মধ্যে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement