Advertisement
Advertisement
BJP

ভোটপ্রচারে শিশুর মুখে ‘অব কি বার’ স্লোগান! নির্বাচনী বিধিভঙ্গ করে কমিশনের তোপে বিজেপি

শোকজ নোটিস পাঠানো হয়েছে হরিয়ানা বিজেপির সভাপতিকে।

Election commission show cause notice to Haryana BJP

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 28, 2024 10:21 pm
  • Updated:August 28, 2024 10:21 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের থেকে শো কজ নোটিস পেল বিজেপি। নির্বাচনী প্রচারের সময়ে শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। তার পরেই হরিয়ানা বিজেপিকে নোটিস পাঠিয়েছে কমিশন। আগামীকালের মধ্যেই গেরুয়া শিবিরের জবাব তলব করা হয়েছে। উল্লেখ্য, দিনকয়েক আগেই হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বড়োরি নির্বাচন কমিশনকে চিঠি লিখে ভোটের তারিখ বদলের দাবি জানিয়েছেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের প্রচারে কোনওভাবেই শিশুদের ব্যবহার করা যাবে না। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে একটি শিশুকে। “অব কি বার নয়াব সাইনি সরকার” স্লোগানও বলতে দেখা যাচ্ছে ওই খুদেকে। ওই ভিডিও পোস্ট করা হয়েছে হরিয়ানা বিজেপির এক্স হ্যান্ডেলে। সেখান থেকেই নির্বাচন কমিশনের নজরে আসে বিষয়টি।

Advertisement

[আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ নেয়নি পুলিশ, ১৬ দিন চেষ্টার পর বিবস্ত্র হয়ে থানায় ধরনা উত্তরপ্রদেশের নির্যাতিতার

তার পরেই ওই ভিডিওর বিরুদ্ধে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। বুধবার শোকজ নোটিস পাঠানো হয়েছে হরিয়ানা বিজেপির সভাপতিকে। অবিলম্বে সোশাল মিডিয়া থেকে ভিডিওটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গেরুয়া শিবিরকে। এছাড়াও বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে বিজেপির থেকে শোকজ নোটিসের জবাবও চেয়েছে কমিশন। প্রসঙ্গত, ১ অক্টোবর এক দফায় হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের নির্বাচন হবে এবং গণনা হবে ৪ অক্টোবর।

কিন্তু ইতিমধ্যেই হরিয়ানা বিধানসভা ভোটের দিনক্ষণ বদলের দাবি জানিয়েছে বিজেপি। তাদের মতে, ২৮ ও ২৯ সেপ্টেম্বর শনি ও রবিবার। মাঝে একটা দিন বাদ দিয়েই ১ সেপ্টেম্বর রাজ্যের ভোটের জন্য ছুটি থাকবে। আবার ২ অক্টোবর গান্ধী জয়ন্তী এবং ৩ অক্টোবর অগ্রসেন জয়ন্তীর ছুটি রয়েছে। এত লম্বা ছুটিতে ভোটাররা বাইরে বেড়াতে চলে যেতে পারে। সেক্ষেত্রে ভোট কম পড়বে বলে আশঙ্কা গেরুয়া শিবিরের। যদিও কংগ্রেসের কটাক্ষ, হরিয়ানায় পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি ভোটের দিন পাল্টাতে চাইছে।

[আরও পড়ুন: ধর্ষণ রুখতে উঠছে কড়া আইনের দাবি, ভারতীয় ন্যায় সংহিতায় বিধান কী?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement