সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে নামতেই কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) নজিরবিহীন কটাক্ষ করেন সুপ্রিয়া শ্রীনাথের (Supriya Shrinate)। অভিনেত্রীকে ‘যৌনকর্মী’ বলে সরাসরি তোপ দাগেন কংগ্রেস নেত্রী। সুপ্রিয়ার ‘কুরুচিকর’ পোস্ট ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে সুপ্রিয়া শ্রীনাথের বিরুদ্ধে। এবার সেই প্রেক্ষিতেই কংগ্রেস নেত্রীকে শোকজ করল নির্বাচন কমিশন (Election Commission)।
কংগ্রেস নেত্রী ঠিক কী লিখেছিলেন তাঁর পোস্টে? সুপ্রিয়া শ্রীনাথ এদিন মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই ছবিতে বলিউড ‘ক্যুইন’কে খোলামেলা পোশাকে দেখা গিয়েছে। সাদা রঙের বিকিনি পরা কঙ্গনার ছবি পোস্ট করে কংগ্রেস নেত্রী এদিন লেখেন, “মান্ডিতে এখন কী দর চলছে, একটু বলবেন?” সুপ্রিয়ার এমন মন্তব্যে দুই রাজনৈতিক শিবিরেই শোরগোল শুরু হয়। কংগ্রেসের তরফে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানায় বিজেপি। কটাক্ষের জবাব দিয়েছিলেন কঙ্গনা নিজেও। অভিনেত্রী পালটা পোস্টে লেখেন, “গালিগালাজ করার জন্য যৌনকর্মীদের কথা না টানাই ভালো। প্রতিটা নারীর মর্যাদা প্রাপ্য।”
শোরগোল হতেই সুপ্রিয়া ওই পোস্ট ডিলিট করে সাফাই দেন, “আমার মেটা অ্যাকাউন্টের অ্যাকসেস যাঁর কাছে আছে, তিনিই এই আপত্তিজনক পোস্ট করেছেন। আমি এসব করতেই পারি না। যাঁরা আমায় চেনেন, তাঁরা ভালো করে জানেন, আমি কোনও মহিলাকে এমন অসম্মানজনক কথা বলতে পারি না।” কিন্তু সাফাই গেয়েও চিঁড়ে ভেজেনি! এবার নির্বাচন কমিশনের তরফে সুপ্রিয়া শ্রীনাথকে শোকজ নোটিস পাঠিয়ে বলা হল, “এমন মন্তব্য নারীদের সম্মান, মর্যাদা প্রতি আপত্তিকর, ভীষণ অপমানজনক এবং অবমাননাকর।” আগামী ২৯ মার্চ বিকেল ৫টার মধ্যে সুপ্রিয়া শ্রীনাথের তরফে উত্তর চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অপমানজনক মন্তব্য করার কারণে দিলীপ ঘোষকেও শোকজ করল নির্বাচন কমিশন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.