Advertisement
Advertisement
Election commission

ভোটারদের হাতে দেওয়া হোক ভিভিপ্যাট স্লিপ, ‘সুপ্রিম’ প্রস্তাবে কী বলছে কমিশন?

ভোটগ্রহণ নিয়ে বিশ্বাসের সমস্যা হচ্ছে ভোটারদের মধ্যে, মত সুপ্রিম কোর্টের।

Election commission responds if voters can take VVPAT slips

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 18, 2024 7:18 pm
  • Updated:April 18, 2024 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভিএমের (EVM) সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখার দাবিতে লাগাতার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। ইভিএমে ভোট দেওয়ার পরে কীভাবে ভিভিপ্যাট তৈরি হয়, গোটা বিষয়টি শীর্ষ আদালতের (Supreme Court) কাছে বিস্তারিতভাবে জানায় নির্বাচন কমিশন। সেই সওয়াল জবাব চলাকালীনই উঠে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি ভোটাররা ভিভিপ্যাটের স্লিপ নিয়ে অন্যত্র জমা করতে পারবেন? এই পদ্ধতিতেই ভোটগণনার প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে?

বৃহস্পতিবার শুনানি চলাকালীন নিজাম পাশা নামে এক আইনজীবী দাবি তোলেন, ইভিএমে ভোট দেওয়ার পরে ভিভিপ্যাট (VVPAT) স্লিপ তুলে দেওয়া হোক সংশ্লিষ্ট ভোটারের হাতে। তিনিই সেই স্লিপ আবার একটি নির্দিষ্ট বাক্সে জমা করবেন। কিন্তু এই দাবি শুনে বিচারপতির বেঞ্চের প্রশ্ন, তাহলে ভোটারের গোপনীয়তা ভঙ্গ হবে। কিন্তু আইনজীবীর সাফ উত্তর, “ভোটারের গোপনীয়তার নাম করে তাঁর ভোট দেওয়ার অধিকার খর্ব করা যায় না।” আরেক আইনজীবীর দাবি, একেবারে আলাদাভাবে গণনার ব্যবস্থা করলে বাড়বে বিশ্বাসযোগ্যতা।

Advertisement

[আরও পড়ুন: লাগাতার ধর্ষণ, ক্ষতস্থানে লঙ্কার গুঁড়ো! পাশবিক অত্যাচার যুবতীর উপর, গ্রেপ্তার যুবক]

এই সওয়ালের পর ভোটপ্রক্রিয়ার বিশদ বিবরণ শীর্ষ আদালতের কাছে পেশ করে নির্বাচন কমিশন (Election Commission)। ইভিএমের কন্ট্রোল ইউনিটের কমান্ড অনুযায়ীই ছাপা হয় ভিভিপ্যাট। ইভিএমের বোতাম টেপার পর সাত সেকেন্ড পর্যন্ত সেটা দেখতে পান ভোটাররা। কিন্তু ভিভিপ্যাট ছাপতে আলাদা কোনও সফটওয়্যার লাগে না। কারণ এটা কোনও তথ্য নয়, ছবি। কমিশনকেও শীর্ষ আদালত প্রশ্ন করে, ভোট দেওয়ার পরে কি ভোটারের হাতে স্লিপ তুলে দেওয়া যেতে পারে? কমিশন উত্তরে জানায়, এই স্লিপ বুথের বাইরে গেলে সেটা অপব্য়বহার হতে পারে। আলাদা করে গোনার জন্য ভিভিপ্যাট তৈরি হয় না, কারণ এর কাগজটা একেবারে অন্য ধরনের।

এই জবাবের পরেই শীর্ষ আদালত জানায়, ভোটগ্রহণ নিয়ে দুপক্ষের মধ্যে বিশ্বাসের সমস্যা হচ্ছে। সুপ্রিম কোর্টের মতে, “কমিশন যা বলছে আর মানুষ বা ভাবছে তার মধ্যে একটা বড়সড় তফাত থেকে যাচ্ছে। সেই দূরত্ব মেটাতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার প্রতি ভোটারদের আস্থা বজায় রাখা দরকার। গোটা ভোট প্রক্রিয়া যে স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে, সেই বিশ্বাসটা কীভাবে মানুষের মনে তৈরি করা যাবে”? উত্তরে কমিশন জানায়, জনতার কাছে তো কিছুই লুকানোর নেই। তবে লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) শুরু হতে চললেও ইভিএম-ভিভিপ্যাট মিলিয়ে দেখা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি শীর্ষ আদালত।

[আরও পড়ুন: দেশে ফিরলেন ইরানের হাতে আটক ভারতীয় নাবিক, ‘সফল মোদি গ্যারান্টি’, দাবি জয়শংকরের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement