Advertisement
Advertisement
কমিশন

ইভিএমের আগে ভিভিপ্যাট গণনা নয়, বিরোধীদের দাবি উড়িয়ে ঘোষণা কমিশনের

সুপ্রিম কোর্টের পর কমিশনেও ধাক্কা বিরোধীদের৷

Election Commission rejects demands of opposition parties' regarding VVPAT

ছবি: প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:May 22, 2019 2:55 pm
  • Updated:May 22, 2019 2:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের পর, এবার নির্বাচন কমিশনেও ধাক্কা খেল বিরোধীরা৷ প্রথমেই ভিভিপ্যাটের স্লিপ গণনার প্রস্তাব জানিয়ে মঙ্গলবার যে আরজি করেছিল বিরোধীরা, বুধবার তা খারিজ করে দিল নির্বাচন কমিশন৷ পুরনো পদ্ধতিতেই গণনা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল কমিশন৷ অর্থাৎ কাউন্টিংয়ের শুরুতে ইভিএমের ভোট গণনা হবে৷

[ আরও পড়ুন: অযোধ্যার মাটিতে সম্প্রীতির ছবি, মন্দিরেই ইফতারের আয়োজন কর্তৃপক্ষের]

Advertisement

সূত্রের খবর, মঙ্গলবার বিরোধীদের তরফে যে আরজি জানান হয়েছিল, তা পর্যলোচনার জন্য বুধবার সকাল এগারোটা থেকে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের আধিকারিকরা৷ দেড় ঘণ্টার বৈঠকের পর তাঁদের সিদ্ধান জানান আধিকারিকরা৷ তাঁরা বলেন, পুরনো পদ্ধতিতেই ভোটগণনা হবে৷ অর্থাৎ প্রথমে ইভিএমেরই ভোট গণনা হবে৷ কারণ, ভোটগণনা শুরু হতে আর মাত্র ২৪ ঘণ্টারও কম সময় হাতে রয়েছে৷ তাই এখন গণনা সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করলে, তা কমিশনের কর্মীদের কাছে সঠিক ভাবে পৌঁছে দেওয়া যাবে না৷ যার প্রভাব গোটা গণনা প্রক্রিয়ার উপর পড়বে বলে মত কমিশনের৷ এই নির্দেশিকা স্বভাবতই হতাশ করেছে ২২টি বিরোধী দলের কর্মীদের৷ যাঁরা বারবারই শাসকের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে৷

[ আরও পড়ুন: অযোধ্যার গোশালায় যুবকের যৌন লালসার শিকার একাধিক গরু! ]

এর আগে একশো শতাংশ ভিভিপ্যাট গণনার দাবিতে সরব ছিলেন বিরোধীরা৷ সেই দাবিতে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন তাঁরা৷ দায়ের হয় জনস্বার্থ মামলা৷ কিন্তু মঙ্গলবারই সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷ এরপরই দিল্লিতে বৈঠক করে নির্বাচন কমিশনে যান ২২টি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা৷ প্রতিটি বিধানসভা ভিত্তিক পাঁচটি ভিভিপ্যাট আগে গণনার দাবি জানান তাঁরা৷ সেই গণনায় কোনও গড়মিল পেলে, ওই কেন্দ্রের একশো শতাংশ ভিভিপ্যাট গণনার কথা কথা বলা হয় বিরোধীদের তরফে৷ তবে বিরোধীদের সেই দাবিও ধোপে টিকল না৷ তাও খারিজ করে দিল কমিশন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement