Advertisement
Advertisement

Breaking News

প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’কে ছাড়পত্র দিল নির্বাচন কমিশন

রবিবারের আগেই কাটল জটিলতা৷ তবে শর্ত একটাই...

Election Commission gives green signal to PM Modi’s Mann Ki Baat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 28, 2017 1:55 pm
  • Updated:January 28, 2017 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু ফেব্রুয়ারি মাসের চার তারিখ৷ শেষ ৮ মার্চ৷ পরপর একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন৷ এর মাঝে নিজের ‘মন কি বাত’ নিয়ে ধন্দে ছিল কেন্দ্র৷ কারণ উত্তরপ্রদেশে ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের জন্য ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ চালু হয়ে গিয়েছে৷ কিন্তু রবিবারের আগেই কেটে গেল সেই জটিলতা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’কে ছাড়পত্র দিল নির্বাচন কমিশন৷

ভোট ভিক্ষা করতে গিয়ে নিজেকেই জুতোপেটা করলেন এই নেতা

Advertisement

প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকেই প্রতি সপ্তাহে নিজের ‘মন কি বাত’ নিয়ে দেশবাসীর কাছে হাজির হন নরেন্দ্র মোদি৷ তা সম্পূর্ণ সরকারিভাবেই৷ জানা গিয়েছে, সেই জন্যই এই ছাড়পত্র দিয়েছে কমিশন৷ তবে সূত্রের খবর, নির্বাচনবিধির শর্তাবলী মেনেই এই অনুষ্ঠান পরিচালনা করতে হবে বলে জানিয়েছে কমিশন৷

জানেন, কত শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয়র কাছে রয়েছে আধার কার্ড?

প্রায় মাসখানেক ধরে নির্বাচন হবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের মত রাজ্যগুলিতে৷ শোনা গিয়েছে, এই সময় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান চালু রাখার জন্য বহু আগে থেকে কমিশনের কাছে দরবার করছে বিজেপি সরকার৷ এই রবিবার দশম ও একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্যই মোদি বেশিরভাগ কথা বলবেন বলেই জানা গিয়েছে৷

সুনন্দা পুষ্করের মৃত্যু হয়েছে বিষপ্রয়োগে: এইমস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement