Advertisement
Advertisement

Breaking News

আঙুলে কালির ব্যবহার বন্ধ হোক, কেন্দ্রকে আর্জি নির্বাচন কমিশনের

কমিশনের দাবি, ব্যাঙ্কে এই প্রক্রিয়া চালু থাকলে তা রাজ্যের ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলবে৷

Election Commission asks government not to use ink in banks
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 2:36 pm
  • Updated:November 18, 2016 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুযায়ী, বাতিল হয়ে যাওয়া ৫০০ এবং ১০০০ টাকার নোট ব্যাঙ্কে বদল করলে ডান হাতের আঙুলে কালির লাগানো হচ্ছে৷ যে কালি এ দেশে ভোটদানের সময় ভোটারের হাতে দেখা হয়৷ এই বিষয়টি নিয়ে এবার আপত্তি তুলল নির্বাচন কমিশন৷ তাদের দাবি, ব্যাঙ্কে এই প্রক্রিয়া চালু থাকলে তা রাজ্যের ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলবে৷ তাই কমিশন চায়, ব্যাঙ্কগুলি যেন কালির ব্যবহার বন্ধ করে৷

নোট বদলে দুর্নীতি রুখতে গত মঙ্গলবার কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস জানিয়ে ছিলেন, নোট বদল করলে আঙুলে দেওয়া হবে কালো কালির দাগ৷ একই ব্যক্তি যাতে এক দিনেই বারবার নোট বদল করতে না পারেন তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিছু ব্যক্তি টাকা পেলেও সাধারণ মানুষ টাকা বদল করতে পারছেন না৷ আর এই সমস্যার সমাধান হিসাবেই আঙুলে কালো কালির ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত কেন্দ্রের৷

Advertisement

তবে গোটা বিষয়ে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন৷ শনিবার পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যে উপনির্বাচন৷ তার আগে কমিশনের তরফে এই মর্মে অর্থমন্ত্রকের কাছে একটি চিঠি পাঠানো হয়৷ বলা হয়, ৫০০ এবং ১০০০ টাকার নোট বদলের ক্ষেত্রে কাদের আঙুলে কালি লাগানো হচ্ছে, সরকারকে তা পরিষ্কার করতে হবে৷ এদিকে, ভোটের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্যই বাঁ-হাতের পরিবর্তে ডান হাতের আঙুলে কালির দাগ লাগানোর ব্যবস্থা করেছে কেন্দ্র৷ কিন্তু কমিশন বলছে, যাঁদের বাঁ-হাত নেই, ভোটদানের সময় তাঁদের ডান হাতের আঙুলেই কালি লাগানো হয়৷ সেক্ষেত্রে কোনও ব্যক্তির হাতে আগে থেকেই কালির দাগ থাকলে বোঝা সমস্যা হবে যে তা ভোটদানের না কি টাকা বদলের জন্য লাগানো হয়েছিল৷ আর ঠিক সেই কারণেই কেন্দ্রের কাছে কালির ব্যবহার বন্ধের দাবি জানিয়েছে কমিশন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement