Advertisement
Advertisement

পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা কমিশনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ, গোয়া-সহ পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন৷ একই সঙ্গে ভোট হবে মণিপুর, পাঞ্জাব ও উত্তরাখণ্ডেও৷ এক নজরে পাঁচ রাজ্যে ভোটের দিনক্ষণ-আরও পড়ুন:মমতায় ইন্ডিয়ার ‘মুখ’ দেখছেন মণিশংকর! অস্বস্তিতে কংগ্রেসফের সেই বদায়ুঁ, গণধর্ষণ ও জালিয়াতির অভিযোগে বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR Advertisement   Advertisement উত্তরপ্রদেশ নির্বাচনআরও পড়ুন:যোগীরাজ্যে ফের এনকাউন্টার, পিলভিটে পুলিশি অভিযানে খতম […]

Election Commission Announces poll dates in 5 states
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 1:32 pm
  • Updated:January 4, 2017 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ, গোয়া-সহ পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন৷ একই সঙ্গে ভোট হবে মণিপুর, পাঞ্জাব ও উত্তরাখণ্ডেও৷ এক নজরে পাঁচ রাজ্যে ভোটের দিনক্ষণ-

 

Advertisement

উত্তরপ্রদেশ নির্বাচন

মোট আসন- ৪০৩

ভোট হবে সাত দফায়

১১,১৫,১৯,২৩,২৭ ফেব্রুয়ারি ও ৪,৮ মার্চ হবে এই নির্বাচন৷

গোয়া

আসনসংখ্যা ৪০টি

নির্বাচন- ৪ ফেব্রুয়ারি

পাঞ্জাব

আসন-১১৭টি

ভোট- ৪ ফেব্রুয়ারি

উত্তরাখণ্ড

আসন-৭০টি

নির্বাচন- ১৫ ফেব্রুয়ারি

মণিপুর

আসন-৬০টি

৪, ৮ মার্চ হবে ভোটগ্রহণ৷

 

এর পাশাপাশি কালো টাকা রুখতে বেশ কিছু নির্বাচনী বিধিও আরোপ করা হচ্ছে৷ উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের প্রার্থী নির্বাচনে ২৮ লক্ষের বেশি খরচ করতে পারবেন না৷ মণিপুর ও গোয়ার প্রার্থীর ক্ষেত্রে এই সীমা ২০ লক্ষ টাকা৷ মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জইদি জানান, ফটো-সমেত ভোটার স্লিপ বাধ্যতামূলক৷ প্রত্যেক পরিবারকে রঙিন নির্বাচনী বিধির প্রতিলিপিও দেওয়া হবে৷ ভোটারদের সাহায্যার্থে কমিশন হেল্প ডেস্কও চালু করবে৷

পাঁচ রাজ্যেই ভোট গণনা হবে ১১ মার্চ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement