সোমনাথ রায়, নয়াদিল্লি: মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচন আয়োজিত হবে। ভোটগণনা ২৩ নভেম্বর।
নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই। এই রাজ্যের এই ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। এই ছয় কেন্দ্রেরই বিধায়করা লোকসভায় নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ ছেড়েছেন। এবার যে ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেগুলির মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাটই রয়েছে বিজেপির দখলে। বাকি ৫ কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। এবার উপনির্বাচনে এই পাঁচ কেন্দ্র তো বটেই মাদারিহাট কেন্দ্রটিও বিজেপির থেকে ছিনিয়ে নিতে চাইবে তৃণমূল।
রাজ্যের শেষ উপনির্বাচনে চার কেন্দ্রের চারটিই গিয়েছিল শাসক শিবিরের দখলে। তবে তারপর রাজ্য রাজনীতিতে বহু পরিবর্তন হয়ে গিয়েছে। আর জি করের মতো ইস্যুতে গোটা রাজ্য উত্তাল হয়েছে। সেই ইস্যুর প্রভাব উপনির্বাচনে পড়ছে কিনা সেটাই দেখার।
মঙ্গলবার দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে এক দফায় ভোট হবে ২০ নভেম্বর। ১৩ এবং ২০ নভেম্বর ভোটগ্রহণ হবে ঝাড়খণ্ডে। কমিশন একই সঙ্গে জানিয়েছে, ১৩ এবং ২০ নভেম্বর দেশের ৪৮টি বিধানসভা কেন্দ্র এবং দু’টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ১৩ নভেম্বর দেশের ৪৭টি বিধানসভা কেন্দ্র এবং কেরলের ওয়ানড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। রাহুল গান্ধী সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। ইতিমধ্যেই কংগ্রেস ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম ঘোষণা করেছে। ওই দিনই রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচন হবে। ২০ নভেম্বর মহারাষ্ট্রের ভোটের দিনই সেরাজ্যের নান্দেড় এবং উত্তরাখণ্ডের একটি বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। সব ভোটগণনাই হবে ২৩ নভেম্বর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.