Advertisement
Advertisement

Breaking News

নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা, বলল সুপ্রিম কোর্ট

নির্বাচিত সরকারের হাতেও কিছু ক্ষমতা দেওয়া উচিত, নচেৎ কাজ করা সম্ভব নয়৷

Elected Government Must Have Power, Supreme Court says About Arvind Kejriwal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 14, 2016 6:02 pm
  • Updated:August 12, 2021 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কেন্দ্র তাঁর কাজে নাক গলাচ্ছে৷ তাঁর আনা এই অভিযোগে সুপ্রিম কোর্টকে পাশেই পেল অরবিন্দ কেজরিওয়াল৷ বুধবার দেশের শীর্ষ আদালত জানায়, নির্বাচিত সরকারের হাতেও কিছু ক্ষমতা দেওয়া উচিত৷ নচেৎ সরকারের পক্ষে কাজ করা সম্ভব নয়৷ ১৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়৷

২০১৫ ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে আম-আদমি-পার্টি৷ তবে নির্বাচনে তিনটি আসন হারায় কেজরির দল৷ এদিকে কেন্দ্রের প্রতিনিধি হিসাবে দিল্লি লেফটেন্যান্ট গর্ভনর পদে দায়িত্ব নেন নাজিব জঙ৷ কেজরির অভিযোগ সরকারের সমস্ত কাজেই মাথা ঘামাচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর৷ অভিযোগ তাঁর সরকারে যে কোনও সিদ্ধান্তে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছেন নাজিব৷ এমনকি আমলা নিয়োগের ক্ষেত্রেও তিনি নাক গলাচ্ছেন৷

Advertisement

তবে এক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নরের বক্তব্য, দিল্লি কোনও রাজ্য নয়, কেন্দ্র শাসিত অঞ্চল৷ তাই তাঁর হাতে বিশেষ ক্ষমতা রয়েছে৷ আপ সরকার ও লেফটেন্যান্ট জেনারেলের এই যুদ্ধে গত আগস্ট মাসে লেফটেন্যান্ট গভর্নরের পক্ষেই সায় দিয়েছিল দিল্লি হাই কোর্ট৷ দিল্লি হাই কোর্ট জানায়, লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রের প্রতিনিধি৷ তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে৷ এরপরই দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেজরি৷ বুধবার ছিল সেই মামলারই শুনানি৷ এদিন শীর্ষ আদালতে কেজরির দাবিকে কিছুটা হলেও সমর্থিত হয়েছে৷ তবে শেষ পর্যন্ত মামলা কোন পথে যায় সেটাই এখন দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement