সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, অজিত পওয়ার এবং তাঁর সম্পর্ক ‘ঠান্ডা ঠান্ডা এবং কুল কুল’। ‘মহাযুতি’ জোটে ফাটলের দাবি উড়িয়ে জানালেন একনাথ শিণ্ডে। গত কিছুদিনে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের একাধিক মন্তব্যের জেরে বেড়েছিল জল্পনা। এর পরেই মহারাষ্ট্রের রাজনীতির সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও সমস্ত জল্পনায় রবিবার জল ঢাললেন শিণ্ডে।
জোটে ভাঙন নিয়ে একাধিক মন্তব্যের পর শিণ্ডে বলেন, কেউ যেন বিষয়টিকে হাল্কা ভাবে না নেয়। এমনকী হুঁশিয়ারির সুরে বলেন, ২০২২ সালে তাঁকে গুরুত্ব দেয়নি তৎকালীন মহারাষ্ট্র সরকার। ফল ভুগতে হয়েছে উদ্ধব ঠাকরকে। যদিও ফড়নবিস, পওয়ারের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে জোটে ফাটল ধরার বিষয়টিকে উড়িয়ে দিলেন। উলটে সাংবাদমাধ্যমকে একহাত নিয়ে বলেন, “আপনারা যতই সংঘাতের কথা বলে ব্রেকিং নিউজ তৈরি করার চেষ্টা করুন না কেন, আমাদের জোট ভাঙবে না।”
এখানেই না থেমে শিণ্ডের দাবি করেন, দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পওয়ারের সঙ্গে তাঁর সম্পর্ক সব সময় “ঠান্ডা ঠান্ডা, কুল কুল” ছিল এবং আছে। মজার ছলে বলেন, বাইরে গরম। এই সময় কী করে ঠান্ডাযুদ্ধ হবে! শিণ্ডের এমন মন্তব্যে পাশে বসে হাসছিলেন ফড়নবিস।
সম্প্রতি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে একাধিক বৈঠকে দেখা যায়নি উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে। এর পরেই জল্পনা ছড়ায় মুখ্যমন্ত্রীর পদ না পাওয়ায় ক্ষুব্ধ শিণ্ডে। এর ফলে ‘মহাযুতি’ জোটে ফাটল ধরছে। এই সঙ্গে শিণ্ডের বেশ কিছু মন্তব্যে জল্পনা বাড়ে। যদিও রবিবার শিণ্ডে জানান, ফড়নবিস, পওয়ার এবং তাঁর মধ্যে ‘চমৎকার বোঝাপড়া এবং সম্পর্ক আছে’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.