Advertisement
Advertisement
Ekanth Shinde

ফড়ণবিসের ‘ঋণ’ শোধ করলেন শিণ্ডে! আড়াই বছরের ব্যবধানে কুরসির অদলবদল

বুধবার দুপুরেই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে এসেছেন মহাজুটির তিন নেতা।

Ekanth Shinde and Devendra Fadnavis exchange pleasure after claiming to form Government in Maharashtra
Published by: Subhajit Mandal
  • Posted:December 4, 2024 7:54 pm
  • Updated:December 4, 2024 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ঋণ শোধ। আড়াই বছর আগে একনাথ শিণ্ডের জন্য মুখ্যমন্ত্রীর কুরসি ছেড়েছিলেন দেবেন্দ্র ফড়ণবিস। সেই ঋণ শোধ করতেই এবার ‘আত্মত্যাগ’। মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি জানিয়েই বুঝিয়ে দিলেন একনাথ শিণ্ডে।

বুধবার দুপুরেই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে এসেছেন মহাজুটির তিন নেতা। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর দেবেন্দ্র ফড়ণবিস একপ্রকার নিশ্চিত করে দেন, এবার একনাথ শিণ্ডের নামের পাশে উপমুখ্যমন্ত্রী বসতে চলেছে। তিনি বলেন, “গতকালই আমি শিণ্ডেজিকে মন্ত্রিসভায় যোগ দিতে অনুরোধ করেছিলাম। আশা করি তিনি থাকবেন। তবে মুখ্যমন্ত্রীর পদটা এক্ষেত্রে শুধুই টেকনিক্যাল একটা পদ মাত্র। আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতাম। আগামী দিনেও সেটাই নেব।”

Advertisement

মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা হবু উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এরপরই খানিক মজাচ্ছলে বলে দেন, “আড়াই বছর আগে ফড়ণবিস মুখ্যমন্ত্রী পদে আমার নাম প্রস্তাব করেছিলেন। এবার আমরাই ওর নাম প্রস্তাব করলাম।” সরাসরি না বললেও ইশারায় শিণ্ডে বুঝিয়ে দিলেন, আড়াই বছরের পুরনো সেই ‘ঋণ’ শোধ করে দিলেন তিনি।

গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে কার্যত দড়ি টানাটানি চলছিল মহারাষ্ট্রে। বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদে ফড়ণবিসের নাম মোটামুটি ঠিক করে রাখা হয়েছিল আগেই। প্রয়োজন ছিল শুধু শিণ্ডের সম্মতির। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একনাথ শিণ্ডে নিজের বাসভবনে ফিরতেই তাঁর সঙ্গে দেখা করতে যান দেবেন্দ্র তিনি। সূত্রের খবর, সেখানেই শিণ্ডেকে বুঝিয়ে উপমুখ্যমন্ত্রী পদের জন্য রাজি করিয়ে নেন ফড়ণবিস। সব ঠিক থাকলে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে ফড়ণবিস এবং দুই উপমুখ্যমন্ত্রী পদে শিণ্ডে ও অজিত পওয়ার শপথ নেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement