Advertisement
Advertisement

Breaking News

ব্যাংকে ছুটি

চলতি মাসে ৮ দিন বন্ধ থাকবে ব্যাংক! ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের

কবে কবে বন্ধ থাকবে পরিষেবা?

Eight Bank holidays in August, services likely to hit
Published by: Sucheta Sengupta
  • Posted:August 3, 2019 4:33 pm
  • Updated:August 3, 2019 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসে আটদিন বন্ধ ব্যাংক৷ সূত্রের খবর, দেশজুড়ে এমাসেই ৮ দিন বন্ধ থাকবে ব্যাংকের সমস্ত কাজকর্ম৷ ৪ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে বেশ কয়েকদিন ব্যাংকের দরজা বন্ধ থাকবে গ্রাহকদের জন্য৷ এর মধ্যে ৪, ১১, ১৮, ২৫ তারিখ রবিবার হওয়ায় এমনিতেই ছুটি৷ তার উপর রয়েছে রাখি, ইদ, পার্সি নববর্ষ উপলক্ষে লম্বা হয়েছে ছুটির তালিকা৷

[আরও পড়ুন:পাকিস্তানের চরবৃত্তির অভিযোগ, হরিয়ানা থেকে ধৃত ৩ যুবক]

আগস্ট মাস পড়া মানেই উৎসবের আমেজ৷ বাঙালির বারো মাসের তেরো পার্বণের বেশ কয়েকটাই থাকে এই মাসে৷ চার রবিবার বাদে মাসের ১০ এবং ২৪ তারিখ দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ৷ এর সঙ্গে জুড়েছে ১২ এবং ১৫ আগস্ট৷ ১২ তারিখ, সোমবার ইদুজ্জোহা৷ এদিন জাতীয় ছুটি৷ ফলে ব্যাংকের কাজ হবে না৷ ১৫ আগস্ট, বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে বন্ধ ব্যাংক৷   

Advertisement

ব্যাংকের ছুটির তালিকা আরও দীর্ঘ৷ ১৭ আগস্ট পার্সি নববর্ষ৷ এই উৎসবের জন্য পার্সি অধ্যুষিত এলাকা দেশের বাণিজ্যনগরী মুম্বইতে বন্ধ থাকবে ব্যাংক৷ যদিও দেশের অন্যান্য জায়গায় পরিষেবা পাবেন গ্রাহকরা৷ সবমিলিয়ে, ৪,১০,১১,১৮,২৪,২৫ – এই আটদিন পুরোপুরি বন্ধ ব্যাংকের দরজা৷ তবে গ্রাহকদের আশঙ্কা, উৎসবের কারণে ছুটির জন্য তার আগে বা পরে কর্মী সংখ্যা যথাযথ নাও থাকতে পারে৷ কাজেই পরিষেবা ব্যাহত হতে পারে৷

[আরও পড়ুন: কাশ্মীরে অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম দুই সন্ত্রাসবাদী]

এমনিতে সারা দেশে ব্যাংকের ছুটির সংখ্যা এক নয়৷ বিভিন্ন উৎসবে অঞ্চল ভিত্তিতে বন্ধ থাকে ব্যাংকের পরিষেবা৷ কিন্তু চলতি মাসে আট দিন দেশজুড়েই ব্যাংক বন্ধ থাকবে৷ ফলে একটা গোটা মাসে এতগুলো দিন ব্যাংক পরিষেবা মিলবে না৷ তাতেই চিন্তার ভাঁজ বাড়ছে সাধারণ গ্রাহকদের কপালে৷ অনেকেই বলছে, একাধিক যান্ত্রিক ত্রুটির কারণে সাধারণ দিনেও অনেক সময়েই তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে৷ তার মধ্যে মাসের প্রথম এবং শেষদিকে ছুটি থাকায় চিন্তিত তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement