Advertisement
Advertisement
Supreme Court

‘শিক্ষা কোনও ব্যবসা নয়, টিউশন ফি রাখতে হবে সাধ্যের মধ্যে’, মন্তব্য সুপ্রিম কোর্টের

ডাক্তারি শিক্ষার খরচ বৃদ্ধির এক মামলাতেই এমন নির্দেশ শীর্ষ আদালতের।

Education is not a business to earn profit, says Supreme Court। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 9, 2022 11:55 am
  • Updated:November 9, 2022 11:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা কোনও ব্যবসা নয় যে সেটাকে উপার্জনের উপায় হিসেবে দেখা যাবে। তাই টিউশন ফি সকলের সাধ্যের মধ্যেই রাখতে হবে। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) সরকার ডাক্তারি শিক্ষার (MBBS বার্ষিক ফি ২৪ লক্ষ টাকা করার যে সিদ্ধান্ত নিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য শীর্ষ আদালতের।

আজ থেকে ৫ বছর আগে অন্ধ্রপ্রদেশ সরকার সিদ্ধান্ত নেয় ডাক্তারি শিক্ষার খরচ বছরে ২৪ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে একলাফে এই খরচ বেড়ে গিয়েছে ৭ গুণ। এরপরই সিদ্ধান্তটির বিরোধিতা করে মামলা দায়ের হয়। অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট সিদ্ধান্তটির বিরুদ্ধেই রায় দিয়েছিল। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। বিচারপতি এম আর শাহ ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চও পূর্ববর্তী রায়ই বহাল রাখল। সেই সঙ্গে কার্যত ভর্ৎসনা করল অন্ধ্র সরকারের সিদ্ধান্তকে।

Advertisement

[আরও পড়ুন: ‘মনমোহন সিংয়ের কাছে ঋণী দেশ’, হঠাৎই প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা গড়করির মুখে]

শীর্ষ আদালত জানিয়েছে, ”২০১৭ সালের ৬ সেপ্টেম্বর ২০১৭-২০২০ সালের টিউশন ফি বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছিল সরকার, তা হাই কোর্ট বাতিল করেছিল। আমাদের মতে এই রায়ে কোনও ভুল নেই। খরচ ৭ গুণ বাড়িয়ে ডাক্তারি পড়ার ফি ২৪ লক্ষ টাকা করার কোনও যুক্তি নেই। শিক্ষা কোনও ব্যবসা নয়, যা মুনাফা বাড়াতে কাজে লাগানো হবে। টিউশন ফি সব সময় সাধ্যের মধ্যেই রাখতে হবে।”

বিচারপতিদের মতে, ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর সরকারের নেওয়া এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, গত কয়েক বছরে এই ফি বৃদ্ধির ধাক্কায় পড়ুয়াদের চড়া সুদে ব্যাংক ও অন্যান্য সংস্থা থেকে ঋণ নিতে হয়েছে। এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে মেডিক্যাল কলেজগুলি যে মামলা করেছিল তাও খারিজ হয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

[আরও পড়ুন: অনলাইন রেশন তুলতে গিয়ে লিঙ্ক সমস্যায় জেরবার আমজনতা, কেন্দ্রের দ্বারস্থ রেশন ডিলাররা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement