Advertisement
Advertisement
আক্রান্ত সাংবাদিক

পঞ্চম দফা ভোটে সাংবাদিক নিগ্রহের সমালোচনা গিল্ডের, কমিশনের হস্তক্ষেপ দাবি

দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনা নিন্দনীয়৷

Editors Guild asks EC to take action on violence in fifth phase of election
Published by: Sayani Sen
  • Posted:May 7, 2019 6:08 pm
  • Updated:May 7, 2019 8:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চম দফা নির্বাচনের দিন রাজ্যজুড়ে নিগৃহীত সাংবাদিকরা৷ এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের৷ দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনাকে মোটেও ভাল চোখে দেখছে না গিল্ড৷ পরিবর্তে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা৷ ইতিমধ্যেই এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপও দাবি করা হয়েছে৷

[ আরও পড়ুন: দাবি খারিজ, ভিভিপ্যাট মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা বিরোধীদের]

পঞ্চম দফায় সোমবার হুগলি, হাওড়া, বারাকপুর-সহ মোট সাতটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়৷ শুরুতেই অশান্তি সেভাবে চোখে পড়েনি৷ তবে ঘণ্টাখানেকের মধ্যেই বদলে যায় গোটা পরিস্থিতি৷ বেলা বাড়তে না বাড়তেই একের পর এক অশান্তির খবর আসতে থাকে৷ কোথাও বোমাবাজি, তো কোথাও মারধরের ঘটনায় থমথমে হয়ে যায় রাজ্যের চেহারা৷ রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে জখম হতে হয়েছে বিভিন্ন দলের নেতা,কর্মীদের৷ শুধু তাই নয়, হামলার শিকার হয়েছেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ বারবার বিক্ষোভের মুখে পড়ে বিড়ম্বনায় হুগলি এবং বারাকপুরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং অর্জুন সিং৷ শুধু তাই নয়, কন্ঠরোধ করার চেষ্টা করা হয় সংবাদমাধ্যমেরও৷ হুগলির ধনেখালি এবং বারাকপুরে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়৷ আক্রান্ত হয় সংবাদ প্রতিদিনও৷ বেশ কয়েকজন সাংবাদিককে ছবি তুলতে বাধা দেওয়া হয়৷ কেড়ে নেওয়া হয় ক্যামেরা৷ এমনকী তাঁদের মারধরও করা হয়৷ ঘরে আটকে রাখা হয় সাংবাদিকদের৷ প্রতিটি ঘটনাতেই অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে৷

Advertisement

[ আরও পড়ুন: বিজেপির প্রচারে ভোজপুরী সুপারস্টার ‘নিরহুয়া’, নজর কাড়লেন কং-সমর্থক আনোখিলাল]

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাতের ঘটনার তীব্র নিন্দায় সরব এডিটর’স গিল্ড৷ তাদের দাবি, আগের নির্বাচনগুলির তুলনায় অশান্তির নিরিখে অনেকটাই এগিয়ে পঞ্চম দফা৷ দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় বিরক্ত গিল্ড৷ রাজ্য প্রশাসনের তরফে এই ঘটনায় ব্যবস্থা নেওয়া উচিত বলেই দাবি গিল্ড কর্তাদের৷ এই ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপও দাবি করেছে গিল্ড৷ যদিও নির্বাচন কমিশনের তরফে এনিয়ে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement