সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস রাজধানী দিল্লিতে আক্রান্ত ইডি! বৃহস্পতিবার সকালে সাইবার জালিয়াতি তথা অর্থপাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে দক্ষিণ-পশ্চিম দিল্লির বিজওয়াসনের একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। তখনই তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। আহত হয়েছেন এক ইডি আধিকারিক।
অ্যাপ জালিয়াতির ঘটনাটি আরব আমিরশাহীর এক সংস্থার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এই মামলায় অভিযুক্ত অশোক শর্মা এবং তাঁর ভাই। ইডির অভিযানের সময় তাঁরাই তদন্তকারীদের উপর চড়াও হন। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। আপতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। জানা গিয়েছে, ইডির যে আধিকারিক আহত হয়েছিলেন, তিনি প্রাথমিক চিকিৎসার পর অভিযানে যোগ দেন।
ইডির বক্তব্য, গোটা দেশে সাইবার অপরাধ বাড়ছে। কিউআর প্রতারণা থেকে চাকরি দেওয়ার নামে জালিয়াতি চলছে। এছাড়াও ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নিয়ে প্রতারণা অব্যাহত। এর সঙ্গে যুক্ত হয়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এর মধ্যে বুধবার বেআইনি প্রক্রিয়ায় ৪৮০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে দিল্লির বাসিন্দা দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইডি।
প্রসঙ্গত, বাংলায় সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে জনরোষের মুখে পড়েছিল ইডি। ওই ঘটনায় নিন্দায় সরব হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাকের ডগায় দিল্লিতে আক্রান্ত হল ইডি। এখন দেখার এই বিষয়ে গেরুয়া শিবির কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খোলেন কি না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.