Advertisement
Advertisement
Hemant Soren

খনি কেলেঙ্কারিতে নাম জড়াল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর, ED দপ্তরে তলব হেমন্ত সোরেনকে

আগেই হেমন্ত ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রকে গ্রেপ্তার করেছে ইডি।

ED Summons To Jharkhand Chief Minister Hemant Soren In Mining Scam | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 2, 2022 10:59 am
  • Updated:November 2, 2022 12:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডে (Jharkhand) খনি দুর্নীতি (Mining Scam) ও আর্থিক তছরুপ (Money Laundering) মামলায় এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (CM Hament Soren) তলব করল ইডি (ED)। ইতিমধ্যে সমন পাঠানো হয়েছে তাঁকে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার রাঁচি (Ranchi) শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট দপ্তরে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে হেমন্তকে।

এর আগে এই মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্র-সহ (Pankaj Mishra) আরও দু’জনকে গ্রেপ্তার করেছিল ইডি। জুলাই মাসে খনি দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক ঠিকানায় অভিযান চালায় ইডি। সেই সময় পঙ্কজ মিশ্রের ব্যাংক অ্যাকাউন্টে ১১ কোটি ৮৮ লক্ষ টাকার হদিশ মেলে বলে দাবি ইডির। ওই অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও পঙ্কজের বাড়ি থেকে নগদ ৫ কোটি ৩৪ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ওই সময় পঙ্কজের বাড়িতে বেশ কয়েকটি চেক মেলে, যেগুলিতে হেমন্ত সোরেনের স্বাক্ষর ছিল।

Advertisement

[আরও পড়ুন: গরু পাচার মামলা: দ্বিতীয় তলবে সাড়া, দিল্লির ইডি দপ্তরে অনুব্রতকন্যা]

ইডির চার্জশিট অনুযায়ী পঙ্কজ মিশ্র ঝাড়খণ্ডে খনি দুর্নীতির অন্যতম চক্রী। যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। মূলত পঙ্কজই হেমন্তের বিধানসভা এলাকায় বেআইনি খনির কারবার সামলাতো, দাবি তদন্তকারীদের। ইতিমধ্যে পঙ্গজ মিশ্র ও তাঁর দুই সঙ্গী বাচ্চু যাদব ও প্রেম প্রকাশের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। এবার হেমন্ত সোরেনকে সমন পাঠিয়ে কড়া বার্তা দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

[আরও পড়ুন: উৎসবের মরসুমে অর্থনীতির পালে হাওয়া, বাড়ল GST সংগ্রহ, তথ্য দিল কেন্দ্র]

প্রসঙ্গত, বেআইনি খনি ও আর্থিক তছরুপ মামলায় নাম জড়ানোর পর থেকে অস্বস্তিতে রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর প্রধান অভিযোগ, নিয়ম ভেঙে নিজের নামে খনির লিজ নিয়েছিলেন। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল বিজেপি (BJP) । এই ঘটনা ঘিরেই বিতর্কের সূত্রপাত। এমনকী মুখ্যমন্ত্রীর পদ খোয়াতে বসেছিলেন হেমন্ত সোরেন। শেষ পর্যন্ত আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে গদি বাঁচান। ইডির সমনে আগামিকাল রাঁচির অফিসে মুখ্যমন্ত্রীর হাজিরার কথা বলা হলেও খোদ হেমন্ত সোরেন বা মুখ্যমন্ত্রীর দপ্তর এই বিষয়ে মুখ খোলেননি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement