সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সমন রবার্ট বঢরাকে। এই নিয়ে দ্বিতীয়বার হরিয়ানার জমি দুর্নীতি মামলায় তাঁকে তলব করল ইডি। এর আগে ৮ এপ্রিলও তাঁকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু সেবার তিনি তা এড়িয়ে যান। এবার ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে। মঙ্গলবার সকালে তিনি ইডির দপ্তরে পৌঁছেও যান।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”যখনই আমি মানুষের জন্য কথা বলেছি এবং তাঁরা তা শুনেছে, তখনই চেষ্টা হয়েছে আমাকে চেপে দেওয়ার। আমি আগেও সমস্ত উত্তর দিয়েছি। এবং আগামিদিনেও দেব।”
বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটির বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? জানা যাচ্ছে, ৭.৫ কোটি টাকায় গুরগাঁওয়ের শিখহপুর গ্রামের তিন একর জমি কেনে ওই সংস্থা। এদিকে হরিয়ানার নগর পরিকল্পনা দপ্তর একটি চিঠি পাঠিয়ে বাণিজ্যিক কলোনি স্থাপনের জন্য ২০০৮ সালে ওই জমির ২.৭১ একরের লাইসেন্স দেয়। কিন্তু অভিযোগ, সেই জমি নিয়ে স্কাইলাইটের সঙ্গে ডিএলএফের একটি চুক্তি হয় জমিটি কেনার বিষয়ে। ৫৮ কোটি টাকায় রফা হয়। ২০১২ সালের সেই চুক্তি অনুসারে জমিটি বিক্রি হয়ে যায়। হরিয়ানা সরকারের থেকে কম দামে কিনে বিপুল মূল্যে সেটি বিক্রি করে বঢরার সংস্থা বিরাট লাভ করেছে, অভিযোগ এমনটাই।
৫৬ বছরের রবার্ট একজন উদ্যোগপতি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় দেখা যায়, তিনি সাংসদ হতে চান। ভোটের আগে কংগ্রেসের টিকিট চেয়ে রীতিমতো দরবার করেছিলেন। দল প্রার্থী করেনি। এমনকী, তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার পরও স্ত্রীর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবার্ট বঢরা ফের সাংসদ হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করে ফেলেন। তবে তাঁর সেই অনুরোধে পাত্তা দেয়নি হাত শিবির। কিন্তু বঢরা আশা ছাড়েননি। সোমবারই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রয়োজনে কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলেছিলেন। এর মধ্যেই তাঁকে তলব করল ইডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.