ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জমি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত মামলায় এই নিয়ে সপ্তমবার তাঁকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে, এবার কবে বা কোথায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, তা জানা যায়নি।
এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রীকে এর আগে গত ১২ ডিসেম্বর রাঁচিতে ইডি-র দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। সেবারও তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি। শনিবার ইডি সূত্রে জানা গিয়েছে, জমি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত মামলায় তাঁকে সমন পাঠানো হয়েছে। এই সমনের প্রেক্ষিতে হেমন্ত সোরেন (Hemant Soren) অথবা তাঁর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইডি সোরেনকে একটি চিঠি পাঠিয়েছে। তদন্তকারী আধিকারিকরা তাঁর কাছে তাঁকে কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা জানতে চেয়েছেন। ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁকে জবাব দিতে বলেছে ইডি। গত ১৪ আগস্ট এই মামলায় সোরেনকে প্রথম ডাকে ইডি। সেই সময় হাই কোর্টে তিনি দাবি করেন, ঝাড়খণ্ডে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.